প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ‘৯০ দশকের মিষ্টি ও সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হচ্ছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। সিনেমা জগত থেকে এখন তিনি অনেক দূরে থাকলেও তার প্রতি ভক্তদের ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। স্বামী ও দুই সন্তানকে নিয়েই এখন ব্যস্ততা অভিনেত্রীর।
১৯৯৫ সালে জয় মেহতাকে বিয়ে করেন অভিনেত্রী। জুহির দুই সন্তান জাহ্নবী মেহতা ও অর্জুন মেহতা। আজ অভিনেত্রীর ছোট ছেলে অর্জুনের জন্মদিন। ছেলের জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে প্রকাশ্যে আনেন ছেলের জন্মদিনে একটি স্পেশাল উপহার।
অভিনেত্রী যে ছবিগুলো পোস্ট করেছেন, তার প্রথমটিতে অর্জুনের ছোটবেলার একটি ছবি আছে। মায়ের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছে অর্জুন। দ্বিতীয় ছবিতে দাদু ঠাকুমার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় তরুণ অর্জুনকে। তৃতীয় ছবিতে আবার দেখা যায় ছোট্ট অর্জুনকে, মাথায় একটি বন্য জন্তু নিয়ে ছবি তুলতে। চতুর্থ ছবিতে বাবার সঙ্গে ছবি তুলতে দেখা যায় অর্জুনকে।
পঞ্চম ছবিতে দিদির সঙ্গে ছবি তোলে অর্জুন। ষষ্ঠ ছবিতে তিন বন্ধুর সঙ্গে ছবি। শেষ ছবিতে ৬টি ছবি কোলাজ করে পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে।সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে জুহি চাওলা লিখেছেন—শুভ জন্মদিন অর্জুন। ঈশ্বর তোমার মঙ্গল করুক। তোমায় অনেক ভালোবাসি। ৫০০টি গাছ উপহার দিলাম তোমায়। তোমার ভবিষ্যৎ এবং সুন্দর জীবনের জন্য।জুহির এ পোস্টে অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৪ জুলাই ২০২৫ /এমএম