Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার ক্যালগেরি’র বাইতুল মুকাররাম ইসলামিক সেন্টারে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল হয়েছে।এ সময়ে এসোসিয়েশনের সভাপতি ইকবাল রহমান ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন সহ ক্যালগেরির প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও এক বিবৃতিতে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি জানিয়েছে,“বাংলাদেশে বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দোয়া মাহফিলের মাধ্যমে আমরা প্রবাসে থেকেও আমাদের দেশের মানুষের এই দুঃখ দুর্দশার দিনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।”

দোয়া মাহফিলে বক্তারা এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতার জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে নিহত ও আহতদের স্মরণে নীরবতা পালন করা হয় ।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৩ জুলাই ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ