Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার ক্যালগেরি’র সিটি হলে ১১ বছরের নন-ভারবাল প্রতিবন্ধী শিশু তীর্থের শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় শিশুটির বাবা-মা, বাংলাদেশ কমিউনিটিসহ বিভিন্ন দেশের কমিউনিটির ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে তীর্থের বাবা মা প্রশাসনের কাছে তাঁর সন্তানের উপরে শারীরিক নির্যাতনে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বলেন, আমরা চাই না আর কোন শিশুর উপর এমন নির্যাতন হোক। আমারা এই নির্যাতনের দ্রুত বিচার চাই।এ সময়ে বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ তীর্থের শারীরিক নির্যাতনের প্রতিবাদ করে বক্তব্য রাখেন। তাঁরা অনতিবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের কাছে বিচার চান।

উল্লেখ্য ১১ বছরের কথা বলতে না পারা পুরোপুরি প্রতিবন্ধী তীর্থ স্পেশাল নীড হিসেবে ক্যালগেরির পাইনরিজ স্কুলে যেত। গত ২৯ মে, ২০২৫ এ সে প্রতিদিনের রুটিন মাফিক স্কুলে যায় , কিন্তু বাসায় ফিরে সারা শরীরে ক্ষতবিক্ষত এবং গলায় কাঁধে কামড়ের দাগ নিয়ে।

তাৎক্ষণিকভাবে বাবা মা ডাক্তারের কাছে নিয়ে গেলে তাঁরা জানান এটা সেল্ফ হার্ম নয়, হয়তো কেউ তাঁকে এবিউজ করেছে। সেক্সুয়াল এবিউজ হবার সন্দেহ থাকতে পারে।ঘটনা টি ইতিমধ্যেই কানাডার স্থানীয় গণমাধ্যম ছাড়াও বিভিন্ন দেশের মিডিয়ায় প্রকাশ হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২১ জুলাই ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ