Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::

একদিন দুচোখ ভরে স্বাধীন দেশের সূর্য দেখবে।

আজ যে পা হারাল, সেও স্বপ্ন দেখেছিল—

স্বাধীন দেশের মাটিতে একদিন দবদবিয়ে হাঁটবে।

আজ যে মুমূর্ষু হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে,

সেও স্বপ্ন দেখেছিল—

যুদ্ধ শেষে, বীরের বেশে,

পতাকা বুকে নিয়ে বিজয়ের উল্লাস করবে।

 

তাদের সবুজাভ স্বপ্নগুলো হয়তো কোনোদিন পূরণ হবে না।

শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধ, শহীদ ওয়াসিমের মতো

মুক্তির মন্দিরের সোপানতলে

তাদের ইতিহাস লেখা থাকবে না।

কেউ যত্ন করে তাদের ছবি আঁকবে না,

তাদের জন্য আলাদা করে কোনো গল্প কিংবা উপন্যাসও রচিত হবে না।

সবাই শহীদের সংখ্যা যেভাবে জানতে চাইবে,

এই আহত যোদ্ধাদের সংখ্যা কেউ সেভাবে জানতেও চাইবে না!

 

যারা নিহত হয়েছেন,

তাদের কোনো কষ্ট নেই, সংশয় নেই।

বরং তারা শহীদ—জান্নাতি।

 

কিন্তু যারা আহত!

বছরের পর বছর চলে যাবে,

তারাও শরীরের ক্ষত নিয়ে বেঁচে থাকবে ঠিকই।

কিন্তু আমরা কি কখনো

তাদের একদিনের কষ্টও লাঘব করতে পারব?

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১২ জুলাই ২০২৫ /এমএম


Array