নিহত সৌম্য
আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার স্থানীয় সময় সোমবার সকালে ইউনিভার্সিটি অভ ব্রিটিশ কলম্বিয়ায় কেলৌনা ক্যাম্পাসের পাশের ওকানাগান লেকে বুয়েটিয়ান-এমআইটিয়ান বাংলাদেশি এক যুবকের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।নিহত যুবকের নাম শাশ্বত সৌম্য। তাঁর বাড়ি বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ।
জানা গেছে, শাশ্বত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ৪.০ জিপিএ নিয়ে সিএসই তে প্রথম হিসাবে ২০২১ সালে গ্র্যাজুয়েশন সম্পন্নের পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন কয়েক মাস। অতঃপর বুয়েটেও কিছু মাস শিক্ষকতা করে পাড়ি দেন যুক্তরাষ্ট্রে, এমআইটিতে। এমআইটি তে পিএইচডি ডিগ্রি তিন বছরে প্রায় শেষ করার পথে ছিলেন। গত দিন গুলোতে কানাডা আমেরিকার বেশ কিছু প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে গবেষণার উপর বক্তৃতা দিচ্ছিলেন। যার মধ্যে ছিল বার্কলি, প্রিন্সটন, হার্ভাড বিশ্ববিদ্যালয়ও। দুদিন আগেই ইউনিভারসিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে ওর রিসার্চের বিষয় এআই নিয়ে আলোচনা করেছেন। এনএলপি গ্রুপ থেকে অফারও পেয়েছিলেন এবং তিনি মৃত্যুর আগে তার শেষ ফেসবুক স্ট্যাটাসে কানাডাতে মুভ করার সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিলেন।
গতকাল ২ জুন ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ায় পাশের লেকে তার মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। কানাডার আরসিএমপি জানিয়েছে, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি,তাঁরা এখন পর্যন্ত কোন অপরাধমূলক বা কাউকে সন্দেহ করছে না।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৪ জুন ২০২৫ /এমএম