Menu

চেনা চেনা এই পথগুলো আমাকে বলে—

তোমার ছায়া কি এখনও পড়ে এই ইট-ধুলোয়?

যেখানে প্রতিটি মোড়ে রয়ে গেছে,

আমাদের চুপ করে হাঁটার শব্দ!

আমরা কি আবার নতুন করে পরিচিত হতে পারি?

ঠিক যেমন প্রথমবার তোমাকে দেখেছিলাম!

যেমন হঠাৎ বাতাসে উড়ে আসা আমার চুল সরিয়ে,

তুমি বলেছিলে, “ভালো থেকো”।

এই শহর জানে, আমি এখনও থেমে যাই

হঠাৎ “তোমার নাম”- শুনলেই কারও ঠোঁটে!

এই আকাশ, এই বাতাস, এই গন্ধ—

সব যেন চুপিচুপি বলে যায়,

সে একদিন ফিরে আসবেই….

আমরা কি পারি আবার হারিয়ে যেতে?

একটি রৌদ্র দুপুরের ছায়ায় দাঁড়িয়ে,

কিংবা একটি হারানো বিকেলের গল্পে,

যেখানে অভিমানও ছিল ভালোবাসার ছায়া,

আর “বিদায়” শব্দটি শুধু একটি ভুল উচ্চারণ!

 

ইশরাত হাসান

আইনজীবী, সুপ্রিম কোর্ট

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১১ মে ২০২৫ /এমএম


Array