Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: রাত পোহালেই কানাডার স্থানীয় সময় আগামীকাল ২৮ এপ্রিল সোমবার কানাডার ৪৫ তম ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ রোববার নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। পুরো কানাডায় এখন নির্বাচনের আমেজ।রাস্তার দুই পার্শ্বে বড় বড় রোড সাইন, কমিউনিটিতে ছোট ছোট সাইন, ইনডোর মিটিং এর এন্টারটেইনমেন্ট, রেন্ট এ কার সহ আরো অনেক কিছুতেই ভরে গেছে।

কানাডার পার্লামেন্ট “হাউজ অফ কমেন্স” এর মোট আসন সংখ্যা ৩৪৩ টি।গত নির্বাচনের চেয়ে ৬ টি আসন বেড়েছে ।প্রতি বছর জনসংখা বৃদ্ধির সাথে আসন সংখ্যা বৃদ্ধি পায়। এবারের মোট ভোটার সংখা ২ কোটি ৮৫ লক্ষ, তার ভিতর চার দিনের অ্যাডভান্স পড়েছে প্রায় ৭৩ লক্ষ, প্রায় পঁচিশ শতাংশের বেশী ভোট পড়েছে l যে কোন দলের এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৭২ টি আসন।

আসন্ন ফেডারেল নির্বাচনে এখন পর্যন্ত পাঁচটি দল অংশ নিচ্ছে। এর মধ্যে মার্ক কার্নির লিবারেল পার্টি, পিয়েরে পয়লিয়েভ কনজারভেটিভ পার্টি, জাগমিত সিং এনডিপি পার্টি, ইভস ফ্রান্সসয়েন্স ব্লানচেট, ব্লক কুইবেক পার্টি এবং এলিজাবেথ মে’ এন্ড জোনাথান পেডনলট যৌথভাবে গ্রীণ পার্টি অফ কানাডা।এছাড়াও বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী আছে l

কানাডার রাজনীতিতে বা সরকার ক্ষমতায় যেই আসুক না কেন এই মুহূর্তে কানাডার প্রয়োজন শক্তিশালী অর্থনীতি।কানাডার সর্বশেষ জনমত ও আসন ভিত্তিক জরিপে মার্ক কার্নির লিবারেল পার্টি এগিয়ে রয়েছে। যদিও বড় দুই দল লিবারেল পার্টি এবং কনজারভেটিভ পার্টির পলিসিতে বড় ধরণের কোন পার্থক্য নেই।

রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কানাডার ইতিহাসে এবারের নির্বাচন সবচেয়ে বেশি আলোচিত ও গুরুত্বপূর্ণ। কানাডার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাজার মূল্য নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখা এবং ট্রাম্পের সঙ্গে ট্যারিফ আরোপের কানাডা ও আমেরিকার যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তা সমাধানে এই মুহূর্তে অর্থনীতিবিদ মার্ক কার্নিই কানাডিয়ানদের কাছে সবচেয়ে বেশি উপযুক্ত। আর এই কারণেই দেশটির নাগরিকদের কাছে মার্ক কার্নির দল লিবারেল পার্টি জয়ের ধারায় এগিয়ে রয়েছে। এখন শুধু অপেক্ষার পালা।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৮ এপ্রিল ২০২৫ /এমএম


এই বিভাগের আরও সংবাদ