Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ঈদে টিভি নাটক, সিনেমা ও গানের পাশাপাশি এখন ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পায় নতুন সব কনটেন্ট। উৎসবে নতুন মাত্রা যোগ করা টিভি নাটক ও সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা বরাবরই ছিল। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে ওটিটি কনটেন্ট। এ মাধ্যমটিতেও নতুন সব কনটেন্ট মুক্তি পায়, যা ঈদে দর্শকদের আগ্রহ বাড়ায়।

গত ঈদেও মাধ্যমটিতে মুক্তি পেয়েছে নতুন চারটি কনটেন্ট। টিভি নাটক ও সিনেমার পাশাপাশি ওটিটি কনটেন্টগুলোও ছিল আলোচনার কেন্দ্রে। কনটেন্টেরগুলোর মধ্যে রয়েছে জয়া আহসান অভিনীত ওয়েব সিরিজ ‘জিম্মি’, শবনম বুবলী অভিনীত সিনেমা ‘ছায়া’, জিয়াউল ফারুক অপুর্ব-তাসনিয়া ফারিণ জুটির ওয়েবফিল্ম ‘হাউ সুইট’, নাসির উদ্দিন খান-রাফিয়াথ রশীদ মিথিলা অভিনীত ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’।

ইতোমধ্যে ঈদ উৎসবের দুই সপ্তাহ পার হয়েছে। এবারও টিভিতে শতাধিক নাটকের পাশাপাশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। অন্যান্য বছরের তুলনায় এবার নাটকের চেয়ে বেশি হাইপ উঠেছে সিনেমা নিয়ে। বলা যায়, সিনেমার দাপটে এবার অনেকটা ম্লান টিভি নাটক। সিনেমাগুলোর মধ্যে ছিল ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’, ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’ ।

সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্স সহ সিঙ্গেল স্ক্রিনে এখনও সিনেমাগুলো চলছে দাপটের সঙ্গে। এদিকে সিনেমার সঙ্গে সমান্তরালভাবে এগিয়ে চলছে ওটিটি কনটেন্টগুলো। সিনেমার পরই আলোচনার কেন্দ্রে এবারের ওয়েব কনটেন্ট। অভিনয়শিল্পীদের প্রশংসার পাশাপাশি কনটেন্টের গল্প ও নির্মাণশৈলী নিয়েও হচ্ছে আলোচনা।

জয়া আহসান অভিনীত ‘জিম্মি’

এবার প্রথম কোনো ওটিটি কনটেন্টে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ঢাকা ও কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করলেও ওয়েব মাধ্যমে তার উপস্থিতি ছিল না। এবার এ মাধ্যমেও নজর কাড়লেন এ অভিনেত্রী। তার অভিনীত ‘জিম্মি’ ওয়েব সিরিজটি মুক্তি পায় হইচই নামে একটি প্ল্যাটফর্মে। সরকারি চাকরি করা সাধারন এক মেয়ে রুনা লায়লা। হঠাৎ করেই একটি টাকা ভর্তি বাক্স পান। লোভের বশবর্তী হয়ে বিপদ হবে জেনেও তিনি সেটি নিয়ে নেন।

এরপর তার জীবনে ঘটতে থাকে নানা বিপত্তি। এমনই গল্পে এটি সিরিজটি নির্মাণ করেছেন আশফাক নিপুণ। এটি মুক্তির পর থেকেই জয়া আহসানের অভিনয়ে মুগ্ধতার কথা প্রকাশ করছেন দর্শক।পাশাপাশি কনটেন্টটি নিয়েও ইতিবাচক মন্তব্য করছেন। এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মেধা শিবলুসহ আরও অনেকে।

রাফিয়াথ রশীদ মিথিলার ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এবার মুক্তি পেয়েছে এর দ্বিতীয় মৌসুম। ‘মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’, এমন সংলাপ দিয়ে শেষ হয়েছিল প্রথম মৌসুম। এরপর থেকেই দর্শক আগ্রহ ছিল এর দ্বিতীয় মৌসুম নিয়ে।

অবশেষে ঈদে মুক্তি পায় এটি। প্রথম মৌসুমের শেষ দৃশ্যে মুখ ঢাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছিল স্বপন। কে সেই মুখ ঢাকা মানুষ? কেনইবা স্বপনকে খুঁজছিল সে? সব প্রশ্নের উত্তর নিয়েই সিরিজটির দ্বিতীয় মৌসুম নির্মিত হয়। চাঁদরাত থেকেই এটি দেখা যাচ্ছে।এতে অভিনয় করেছেন মিথিলা, নাসির উদ্দিন খান, শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা সহ অনেকেই। এ মৌসুমে চমক হিসাবে রয়েছেন সংগীতশিল্পী জেফার রহমান। সিরিজটিতে গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি।

অপুর্ব-ফারিণ জুটির ‘হাউ সুইট’

নাটকের জনপ্রিয় দুই মুখ জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। নাটক সিনেমার পাশাপাশি দুজনই ওটিটি কনটেন্টে অভিনয় করছেন। এবারও মুক্তি পেয়েছে এ জুটির ওয়েবফিল্ম ‘হাউ সুইট’। এটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পায়। ফিল্মটি নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল। গত ভালোবাসা দিবসেই এটি মুক্তি পাওয়ার কথা থাকলেও, সেসময় মুক্তি পায়নি। অবশেষে এটি ঈদে মুক্তি পায়। মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে। নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। এতে নির্মাতা যেভাবে বড় পরিসরে গল্প বলার চেষ্টা করেছেন, সেটার প্রশংসা করেছেন ভক্ত-অনুসারীরা। ঢাকা ও বরিশালের বেশ কয়েকটি জায়গায় ১৭ দিন এর শুটিং করেছেন নির্মাতা। এতে অপূর্ব-ফারিণ ছাড়াও অভিনয় করেছেন মারজুক রাসেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু, সাইদুর পাভেল, জিয়াউল পলাশ প্রমুখ।

শবনম বুবলী অভিনীত সিনেমা ‘ছায়া’

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। প্রতিবছর ঈদে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পায়। এবারও তার অভিনীত দুইটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও অবশেষে ‘জংলি’ নামে একটি মাত্র সিনেমা মুক্তি পায়। কিন্তু ‘ডাবল’ সিনেমা মুক্তি থেকে এবারও বাদ যাননি এ নায়িকা। ঈদে আইস্ক্রিনে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ছায়া’।

ওটিটি ও প্রেক্ষাগৃহ মিলিয়ে এবারও তার অভিনীত দুটি সিনেমাই মুক্তি পেয়েছে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ‘ছায়া’ সিনেমাটি নির্মাণ করেছেন ওয়াজেদ আলী। ২০২৩ সালে শুটিং হওয়া এ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত ওটিটিতেই মুক্তি দেয়া হয়। অনাথ দুই ভাই-বোন অনাদরে বড় হয়। একসময় তাদের ঘরে আসে সৎ মা। সেই মা মারা গেলে মেয়েটির ওপর হত্যার অভিযোগ দেওয়া হয়। এমনই ঘটনাপ্রবাহ নিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প।

এটিও ঈদের সিনেমা হিসাবে ওটিটিতে রসদ যুগিয়েছে। বরাবরের মতোই প্রশংসিত হয়েছে বুবলীর অভিনয়। তিনিও এই ওয়েব কনটেন্টে অভিনয় করে তৃপ্ত বলে জানিয়েছেন। এতে দুই শিশুর চরিত্রে অভিনয় করেছেন সিমরিন লুবাবা ও অর্ণিল। এছাড়া আরও আছেন পল্লব, আসিফ নূর প্রমুখ।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১২ এপ্রিল ২০২৫ /এমএম


Generic selectors
Exact matches only
Search in title
Search in content