আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: আগামী ২৮ এপ্রিল কানাডায় আসন্ন ৪৫ তম নির্বাচনে প্রার্থীরা একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।ইলেকশন কানাডা ইতিমধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। কানাডার পার্লামেন্টে ৩৪৩ টি আসনের মধ্যে প্রায় ১৯০০ প্রার্থীর নাম ঘোষণা করেছেন ইলেকশন কানাডা। এরমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে।তিনটি প্রধান রাজনৈতিক দল লিবারেল পার্টি, কনজারভেটিভ পার্টি ও এনডিপি তাঁরা প্রত্যেকেই ৩৪৩ টি আসনের মধ্যে ৩৪২ টি আসনে প্রার্থী দিয়েছেন। একটি করে আসনে তাঁদের প্রত্যেকেরই প্রার্থী বাদ পড়েছে। লিবারেল পার্টি আলবার্টার একটি আসনে দাপ্তরিক ভুলের কারণে প্রার্থী বাদ পড়েছে। কনজারভেটিভ পার্টির কুইবেকে কুইবেক সেন্টারে কোন প্রার্থী নেই।
এনডিপি’র নোভাস্কিয়ায় একটি আসনে প্রার্থী বাদ পড়েছে।কনজারভেটিভ পার্টির পিয়েরে পয়লিয়েভ অটোয়ার র্কালটননির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যেখানে তার বিপরীতে একই আসনে সর্বাধিক প্রার্থী ৮৪ জন প্রতিদ্বন্দিতা করবেন। অপরদিকে লিবারেল পার্টির মার্ক কার্নি যেখান থেকে নির্বাচন করছেন সেখানে তাঁর বিপরীতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।কানাডার সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, আসন ও সমর্থনের দিক থেকে লিবারেল পার্টি অনেক এগিয়ে রয়েছে।
অন্যদিকে গত দুই বছর ধরে কানাডার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে বেশি আলোচিত ছিল ইমিগ্রেশন অবস্থা, যা জাস্টিন ট্রুডো’র সরকারের পতনের পিছনে অন্যতম কারণ। বলা হয়ে থাকে ইমিগ্রেশন পলিসির কারণে ‘জাস্টিন ট্রুডো’ অন্যান্য দলের কাছে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছিলেন। কিন্তু কানাডার নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর ইমিগ্রেশন ইস্যু নিয়ে কোন আলোচনা বা বিতর্কের সৃষ্টি হয় নি।অন্যদিকে তিনটি প্রধান রাজনৈতিক দল ইমিগ্রেশন নিয়ে তাদের কি পলিসি হবে তা এখন পর্যন্ত কেউ আলোচনা করেননি বা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
কানাডিয়ানদের মধ্যে দিন শেষে সবার দূষ্টি এখন নির্বাচনের দিকে। এবারের ফেডারেল নির্বাচনে এখন পর্যন্ত পাঁচ টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে মার্ক কার্নির লিবারেল পার্টি, পিয়েরে পয়লিয়েভ কনজারভেটিভ পার্টি, জাগমিত সিং এনডিপি পার্টি, ইভস ফ্রান্সসয়েন্স ব্লানচেট, ব্লক কুইবেক পার্টি এবং এলিজাবেথ মে’ এন্ড জোনাথান পেডনলট যৌথভাবে গ্রীণ পার্টি অফ কানাডা।
ইতিমধ্যে কানাডার বিভিন্ন প্রদেশে বিভিন্ন দলের প্রধানরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টনে কনজারভেটিভ পার্টির পিয়েরে পয়লিয়েভের নির্বাচনী প্রচারণায় কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার পিয়েরে পয়লিয়েভ কে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। এ সময়ে প্রায় দশ থেকে বার হাজার কানাডিয়ান নাগরিকরা উপস্থিত ছিলেন যা এডমন্টনের নির্বাচনী প্রচারণার ইতিহাস সৃষ্টি করে।
অন্যদিকে কানাডার স্থানীয় সময় ৮ এপ্রিল মঙ্গলবার কানাডার ক্যালগেরিতে প্রধানমন্ত্রী মার্ক কার্নি নির্বাচনী প্রচারণায় অংশ নেন। প্রচুর সংখ্যক লোকের সমাগমে তিনি কানাডাকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ার ঘোষণা দেন। তিনি বলেন, তাঁর অভিজ্ঞতা দিয়ে কানাডার অর্থনীতির উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন এবং ট্রাম্পের বানিজ্য যুদ্ধের বিরুদ্ধে তিনি সবাইকে নিয়ে সোচ্চার হবেন।
উল্লেখ্য কানাডার এবারের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতি ব্যাপক প্রভাব পড়বে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী নির্বাচনে যেই আসুক কানাডার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১২ এপ্রিল ২০২৫ /এমএম