Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  :: টরন্টোর সাহিত্য বিষয়ক সংগঠন ‘ঘাষফড়িং’ এর উদ্যোগে বহুল পঠিত এবং আলোচিত বই নোয়াম চমস্কি এবং এডওয়ার্ড হারম্যানের “ ম্যানুফ্যাকচারিং কনসেন্টঃ দ্যা পলিটিক্যাল ইকোনোমি অফ মাস মিডিয়া’ বই নিয়ে আলোচনা অনুষ্ঠতি হয়।

রওশন মুন্নীর সঞ্চালনায় টরন্টো পাবলিক লাইব্রেরীর এগলিনটন স্কয়ার মলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই আলোচনায় বক্তব্য রাখেন ড. সুজিত দত্ত, আকবর হোসেন, শওগাত আলী সাগর,ড. শামীম আহমেদ, ড. মাহতাব শাওন,শেখ সালাউদ্দিন,স্নেহাশীষ রায়,হাসান মাশুক, কাজী জহির উদ্দিন প্রমূখ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান আমিনুর রহমান খান সোহেল।বক্তারা বিশ্বব্যাপী মিডিয়ার ব্যবহার, অপব্যবহার নিয়ে বইটিতে যেসব বক্তব্য তুলে ধরা হয়েছে তার বিশ্লেষণ করেন এবং সমকালীন মিডিয়ার চালচ্চিত্র নিয়ে আলোকপাত করেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৬ এপ্রিল ২০২৫ /এমএম


এই বিভাগের আরও সংবাদ