Menu

সংবাদপত্র নিয়ে অন্যরকম আয়োজন

বাংলানিউজসিএ ডেস্ক :: সারাদেশের প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সংবাদপত্র বিষয়ক ভিন্ন আয়োজন ‘ন্যাশনাল নিউজ পেপার অলিম্পিয়াড’ এর জাতীয় রাউন্ড। অলিম্পিয়াডে ৩৯টি জেলার দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

এতে দেশসেরা পত্রিকা বিশারদের গৌরব অর্জন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া শান্তা। এছাড়া আরো ১৭ জন বিজয়ী পুরস্কার লাভ করেন। শুক্রবার রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটির মিলনায়তনে দিনব্যাপী এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

জাতীয় পর্যায়ের এ অলিম্পিয়াডের পূর্বে ১১টি আঞ্চলিক রাউন্ডে ৩৯টি জেলার দশ হাজারেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে শুধুমাত্র আঞ্চলিক রাউন্ডে বিজয়ীরা জাতীয় পর্যায়ের অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ লাভ করে। নিউজ পেপার অলিম্পিয়াড সংবাদপত্র বিষয়ক লিখিত পরীক্ষা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা প্রদর্শনী ও সংবাদপত্র বিষয়ক ভিন্ন ভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

অলিম্পিয়াডের উদ্বোধন ঘোষণা করেন দৈনিক খোলা কাগজের সম্পাদক ড. কাজল রশীদ শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলিম্পিয়াডের ফাউন্ডার ও প্রেসিডেন্ট এহসানুল মাহবুব লাব্বী।

উদ্বোধনী বক্তব্যে ড. কাজল রশীদ শাহীন বলেন, সংবাদপত্র নিয়ে এমন আয়োজনে সারাদেশের স্কুল কলেজ পড়ুয়া তরুণ-তরুণীদের অংশগ্রহণ দেখে সত্যি আমি অভিভূত হয়েছি। তিনি বলেন, জীবনে সফল হওয়ার চেয়ে সার্থক হওয়া বেশি জরুরী। আপনারা প্রত্যেকে নিজ নিজ কর্মের মাধ্যমে এগিয়ে যান, আপনারাই হবেন আগামী দিনের রবীন্দ্রনাথ, অমর্ত সেন কিংবা বেগম রোকেয়া।

দ্বিতীয় পর্বের অতিথি সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আবদুল্লাহ বলেন, টেলিভিশন সব সময় নতুন নতুন খবর নিয়ে হাজির হয়। ফলোআপ রিপোর্টও খুব একটা হয় না। এক্ষেত্রে সংবাদপত্র সম্পূর্ণই আলাদা। তাছাড়া এটি সংরক্ষণযোগ্যও। চিন্তা ও মননের বিকাশে সংবাদপত্র ও বই পড়ার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

ফাউন্ডার ও প্রেসিডেন্ট এহসানুল মাহবুব লাব্বী বলেন, সংবাদপত্র পাঠের গুরুত্বকে সামনে রেখে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা মনে করি এর মধ্য দিয়ে নতুন প্রজন্ম সংবাদপত্র পাঠে আগ্রহী হবে।

অলিম্পিয়াডের বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি আইন বিভাগের প্রধান দেওয়ান মো. আল আমীন, শিল্পী ইলিয়াস হোসাইন প্রমুখ। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২১ সেপ্টেম্বর ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ