Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার টরেন্টোতে মহান মাতূভাষার মর্যাদা রক্ষায় চলছে একুশের প্রস্তুতি। প্রচন্ড তুষারপাতকে উপেক্ষা করে চারুকলা শিল্পী কচি রানা ও তাঁর চারুকলার বন্ধুদের নিয়ে সংগঠন ‘আর্ট কোয়েস্ট’ এর নেতৃত্বে নারী পুরুষ আর নতুন প্রজন্মের শিশু কিশোরদের নিয়ে চলছে একুশের নানা রঙের আলপনা। আলপনায় উঠে এসেছে ৫২ এর সেই ভাষা আন্দোলনে শহীদ ও মাতূভাষার রুপ।

উল্লেখ্য সর্বজনীন মাতৃভাষা উদযাপন কমিটি ২০২৫ এর উদ্যোগে আগামী ২১ শে ফেব্রুয়ারি হাজারো বাঙালির পায়ে পায়ে মুখরিত হবে কানাডার টরেন্টোর ডেন্টনিয়া পার্ক শহিদ মিনার।

আয়োজকরা জানান, বাঙালি জাতির অস্থিমজ্জায় ভাষায় ও সংস্কৃতিতে এবং ইতিহাসে যে চেতনা গাঢ় হয়ে মিশে আছে,l তাকে ধ্বংস করা, কলুষিত করা সহজ নয়। একুশের মিছিল, একুশের স্লোগান, একুশের গান সেই অপশক্তিকে বারবার রুখেছে, এখনো রুখবে ।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২০ ফেব্রুয়ারি ২০২৫ /এমএম

 


Array

এই বিভাগের আরও সংবাদ