আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার টরেন্টোতে বিমান দুর্ঘটনায় এক শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে এরমধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।প্যারামেডিক পরিষেবার বরাত দিয়ে সিটিভি জানিয়েছে এখন পর্যন্ত কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি, বিমানে থাকা ৮০ জন যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য টরোন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ২ টার পরে মিনিয়াপলিস থেকে আগত ডেল্টা এয়ার লাইনসের একটি বিমান অবতরণের সময় উল্টে এই দূর্ঘটনার শিকার হয়।ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইটটিতে মোট ৮০ জন ছিলেন – এরমধ্যে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু।
জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে। এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে শীতকালীন আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল।কানাডার পরিবহনমন্ত্রী অনিতা আনন্দের কার্যালয় নিশ্চিত করেছে যে বিমানে থাকা সকলের নাম জানা গেছে এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ /এমএম