Menu

আহসান রাজীব বুলবুল, কানাডা প্রতিনিধি  :: গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ মহিলা সমিতি মঞ্চে অনুষ্ঠিতব্য ‘ঢাকা মহানগর নাট্য উৎসব ২০২৫’ মবক্রেসিতে আক্রান্ত হয়ে বন্ধ হয়ে যাবার কথা জানতে পেরে আমরা টরন্টোতে বসবাসকারী নাট্য ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ খুবই মর্মাহত! এই নিকৃষ্ট ঘটনার জন্য আমরা আমাদের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ দায়ীচক্রকে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানাচ্ছি।

­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­গত ছয়মাস ধরে একটা দুষ্টচক্র বাংলাদেশের বিভিন্ন স্থানে নাটক ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আঘাত করে আসছে! এরা মূলতঃ আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধ্বংস করার পায়তারা করছে। আমরা প্রবাসের নাট্য ও সাংস্কৃতিক কর্মীরা বিশ্বাস করি, থিয়েটার এবং উগ্রমৌলবাদ তথা ধর্মান্ধতা, কুসংস্কার অথবা সাম্প্রদায়িকতা একসাথে চলতে পারে না।কোটা আন্দোলনের ধোঁয়া তুলে ছাত্রদের বিভ্রান্ত করে দেশের চরম বিশৃঙ্খলতার সুযোগ নিয়ে যারা এখন রাষ্ট্রক্ষমতা দখল নিয়েছে, তারা যে মৌলবাদী এবং একাত্তুরের পরাজিত শক্তি সেটা এখন দিবালোকের মতই স্পষ্ট।

এরা ক্ষমতায় এসেই একে একে মুক্তিযুদ্ধের স্তম্ভগুলো ধ্বংস করতে শুরু করে এবং হাল সময়ে এসে আবহমান বাংলার সংস্কৃতি নির্মূল করতেও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। যার কারণে, নাট্য উৎসব বন্ধ! লালন উৎসব বন্ধ! বসন্ত উৎসব বন্ধ! মেয়েদের খেলা বন্ধ! ‘ভ্যালেন্টাইন’ দিবস বন্ধ! নির্দিষ্ট লেখকের বই বিক্রি বন্ধ! এমন কি বইমেলাতে সেনেটারি নেপকিন বিক্রিও (নারীর গোপন সরঞ্জাম অবিহিত করে) এরা বন্ধ করে দিয়েছে! এদের এই সব আচরণই হচ্ছে এক ধরণের মানবতা বিরোধী ‘মবক্রেসি’। এর মধ্যে দিয়ে আজ এটা প্রমাণিত, জুলাই-আগস্ট ২০২৪’র আন্দোলন ছিনতাই হয়ে গিয়েছে জামাত-শিবির পরিচালিত স্বাধীনতা বিরোধী উগ্রমৌলবাদী চক্রের হাতে। অর্থের প্রলোভন দেখিয়ে তারুণ্যের একটা ক্ষুদ্র অংশকে বিভ্রান্ত করে সারা দেশে এরা যার পর নাই ‘মব সন্ত্রাস’ চালিয়ে যাচ্ছে।

আমরাও বিগদ সরকারের সমালোচনা করি, তাদের দোষ এবং সংঘটিত অপরাধের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবী করি এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে এনে আইনের শাসন প্রতিষ্ঠা চাই। যার কোনটাই এই সরকার আজ পর্যন্ত করে দেখাতে পারেনি। উপরন্তু আইন শৃঙ্খলার অবণতিসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি মানুষের জীবন যাপনকে কঠিন থেকে কঠিনতর করে তুলেছে!!

আমরা প্রবাসে বসবাসকারী নাট্য ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ এই পরিস্থিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে অবিলম্বে ‘ঢাকা নাট্য উৎসব ২০২৫’ পূণরায় শুরু করাসহ অপরাপর সাংস্কৃতিক কর্মকাণ্ড সমূহ যথাযথ ভাবে উদযাপনের ব্যবস্থা করার জোর দাবী জানাচ্ছি। বাংলা নাট্যের জয় হোক! সংস্কৃতির চর্চা নির্বিঘ্ন হোক! জয় বাংলা!!!

আহ্বানে,

টরন্টোর নাট্য ও সংস্কৃতিসেবী কর্মীবৃন্দের পক্ষে ,

মাহমুদুল ইসলাম সেলিম, আহমেদ হোসেন, হিমাদ্রী রয়, হাবিবুল্লাহ্ দুলাল, শিবু চৌধুরী, দেলওয়ার এলাহী, সালমা বাণী, সেলিম শামসুল হুদা চৌধুরী, বাবলু হক, শিপ্রা চৌধুরী, সাবিনা বারী লাকি, শ্যামল বসাক, হোসনে আরা জেমী, নাহিদ কবীর কাকলী, এলিনা মিতা, শাপলা শালুক,আরিয়ান হক, রুবিনা চৌধুরী এবং অনুপ সেনগুপ্ত

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৭ ফেব্রুয়ারি ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ