Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  :: প্রবাসী প্রকৌশলীদের উন্নয়ন, নতুন আসা অভিবাসীদের চাকরির ক্ষেত্রে সহযোগিতা এবং ভবিষ্যতে নিজেদের উন্নয়নের দৃঢ় প্রত্যয় নিয়ে কানাডার ক্যালগেরিতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো বুয়েট অ্যালামনাই গালা নাইট ২০২৫। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল প্রবাস বাংলা ভয়েস।

বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যালগেরির উদ্যোগে রিও ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত এ আয়োজনে কীভাবে বাংলাদেশের প্রবৃদ্ধিতে অবদান রাখা যায় তা নিয়েও আলোচনা হয়।ক্যালগেরিতে বসবাসরত বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রিও ব্যাঙ্কুয়েট হল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিটির প্রেসিডেন্ট ওবায়দুল কবির ও সাধারণ সম্পাদক শাফকাত মাহমুদ । উপস্থাপনায় ছিল স্থপতি নাজমুল ইসলাম সিয়াম ও রুবাইয়াত শারমিন মিথিলা। এ সময় কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ড. রিতা কর্মকার, ঈশান, ফারজানা চায়না, আরুশী, সাঈদ, স্বস্তি, ও শাহীন।

বরফাচ্ছন্ন কানাডার প্রচন্ড ঠান্ডা কে উপেক্ষা করে কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা আনন্দ-উৎসবে মেতে উঠে। প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতিচারণ আর তাদের পরিবারের সদস্যদের গান ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হন অতিথিরা।নৈশভোজের পরে শুরু হয় নব্বই দশকে গঠিত বুয়েটিয়ান লিজেন্ডারি ব্যান্ড দল “স্কার্ফ” এর এক অনবদ্য সঙ্গীত সন্ধ্যা।

ক্যালগেরির বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ওবায়দুল কবির বলেন, প্রতি বছরের মতো এ বছরও পরিবারের সবাইকে নিয়ে অনেক আনন্দ করলাম। এ ধরনের অনুষ্ঠান আমাদের অতীতের দিনগুলোতে নিয়ে যায়।সাধারণ সম্পাদক শাফকাত মাহমুদ বলেন, বুয়েট এলামনাই এসোসিয়েশনের সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে কানাডায় নতুন আসা প্রকৌশলীদের বিভিন্ন কর্মশালার মাধ্যমে চাকরির বাজারে প্রবেশে দিক নির্দেশনা সহ যোগ্য ভাবে তৈরি করছে।

শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শান্তনু বনিক বলেন, এ ধরনের অনুষ্ঠান আমাদের নিজেদের মধ্যে মিলন মেলার পাশাপাশি যোগাযোগের ভিত্তিকে আরো সুদৃঢ় করবে বলেই আমার বিশ্বাস।উল্লেখ্য বুয়েট অ্যালামনাই গালা নাইটে ক্যালগেরি সিটির সাথে নর্থ আমেরিকা কানাডার এডমন্টন, রেড ডিয়ার, ভ্যানকুভার ও সাস্কাটুন থেকেও বুয়েটিয়ান ও তাদের পরিবারের সদস্যরা এই মিলনমেলায় অংশ নেয় ।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ