আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডায় বাংলাদেশি মালিকানাধীন প্রথম মর্টগেজ কর্পোরেশন ’ওহাজ মর্টগেজ ইনভেস্টমেন্ট কর্পোরেশনের উদ্যোগে নেটওয়ার্কিং সেমিনার বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বিডি ফিউশন রেস্তোরায় অনুষ্ঠিত হয়েছে।এতে বিনিয়োগ ও আর্থিকখাতে ব্যবসারত বাংলাদেশি কানাডীয়ান প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।সেমিনারে কোম্পানির প্রধান ব্যারিষ্টার ওমর আল জাহিদ কোম্পানির কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সেমিনারে জানানো হয়, রিয়েল এস্টেটখাতে মর্টগেজ প্রদান ছাড়াও আরআরএসপি, আরইএসপি, টিএফএসএর মতো রেজিস্টার্ড প্রোডাক্টে আকর্ষণীয় মুনাফায় বিনিয়োগের সুযোগ দিচ্ছে ওহাজ মর্টগেজ ইনভেস্টমেন্ট কর্পোরেশন। এছাড়াও ক্ষুদ্র ঋণ, লাইন অব ক্রেডিট, রিফাইনান্সিং করছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য কানাডা সরকারের অনুমোদিত এবং নিয়ন্ত্রক সংস্থায় নিবন্ধিত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ওহাজ ব্যবসা পরিচালনা করছে। অন্যান্যের মধ্যে আবিদ চৌধুরী, ব্যারিষ্টার আরিফ হোসেন বক্তব্য রাখেন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৪ ফেব্রুয়ারি ২০২৫ /এমএম