Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি বলিউডে কাজ করার বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, যদি ভালো মানের কোনো প্রস্তাব আসে, তাহলে অবশ্যই তিনি তা বিবেচনা করবেন।সম্প্রতি এক প্রশ্নোত্তর পর্বে এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ওই সময় ভক্তটি তাকে জিজ্ঞাসা করেন, তিনি কি ভারতের সিনেমায় কাজ করবেন? উত্তরে হানিয়া বলেন, ‘যদি প্রকল্পটি উচ্চমানের হয়, তবে আমি অবশ্যই এটি বিবেচনা করব’।হানিয়া আমির স্বভাবতই তার মনোমুগ্ধকর উপস্থিতি ও শক্তিশালী অভিনয়ের জন্য পাকিস্তানের বিনোদন জগতে সুপরিচিত।

লাস্যময়ী পাকিস্তানি তারকার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সিনেমা জগতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। যা বরাবরই আলোচিত এবং সংবেদনশীল বিষয়।এদিকে বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত সম্প্রতি বলেছেন, তিনি বলিউড সুপারস্টার সালমান খানের বিপরীতে হানিয়া আমিরকে দেখতে চান। তবে তার এই চাওয়াটা কোনোদিন বাস্তবে রূপ নেবে কিনা, তা সময়ই বলে দেবে।জানা গেছে, অভিনেত্রী হানিয়া আমির অনেক আগে থেকেই বলিউডের ভক্ত। বিশেষ করে তিনি বলিউড বাদশা শাহরুখ খানকে অত্যন্ত পছন্দ করেন। তার সঙ্গে অভিনয়েও খুব আগ্রহী তিনি।

এর আগে পাকিস্তানি অভনেত্রী হিসেবে মাহিরা খানই শাহরুখের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন।এদিকে একটি পুরোনো সাক্ষাৎকারে হানিয়া তার শৈশবের কথা স্মরণ করে বলেছিলেন, তিনি ‘একজন প্রাণবন্ত, বুদ্ধিমান এবং রসিক’ ঘরানার একটা মেয়ে। যার ছিল চুল রং করার অদ্ভুত শখ। এমনকি একবার তিনি নিজের চুল নিজেই রং করার চেষ্টা করেছিলেন।

অভিনয়ের দিক থেকে হানিয়া আমির সম্প্রতি পাকিস্তানের সবচেয়ে বড় ড্রামা সিরিজ ‘কাভি ম্যায় কাভি তুম’-এ প্রধান চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন। এতে তার বিপরীতে ছিলেন সুপারস্টার ফাহাদ মুস্তাফা। সিরিজটি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।যদিও বলিউডে অভিষেকের ব্যাপারে হানিয়ার সিদ্ধান্ত এখনো নিশ্চিত নয়। তবে তার ভক্ত-সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তাকে বলিউডের রূপালী পর্দায় দেখা যাবে! সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ /এমএম