প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বুকে ব্যথা নিয়ে অবহেলা করা ঠিক নয়। কারণ কোনো উপসর্গ ছাড়াই হৃদযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। আবার সব রকমের বুকে ব্যথা কিন্তু হৃদ্রোগজনিত নয়। ঘুম থেকে উঠেই কারও কারও বুকে ব্যথা হতে পারে। এটা কি হৃদরোগের সমস্যা, নাকি অন্য কিছু, জেনে নিন।নাগরিক জীবনে এমন ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে, সকালে ঘুম থেকে উঠার পর হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয়। তখন যত না ব্যথা, তার চেয়ে ভয় বেশি কাজ করে। এই ব্যথা কিছুক্ষণ পর কমেও যায়। কয়েক দিন পর পর আবার একই রকম ব্যথা শুরু হলেও সময়ের ব্যবধানে কমে যেতে থাকলে, এটা খানিকটা অভ্যাসে পরিণত হয়ে যায়। ফলে তখন আর উদ্বেগ থাকে না—এটাই হলো সমস্যা। অবহেলো থেকেই হতে পারে হৃদরোগের সমস্যা।
পরিস্থিতি এমন থাকলে অনেক সময়েই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা মনে হলেও নানা ব্যস্ততা, অবহেলায় যাওয়া হয়ে ওঠে না। এক শতাংশের বেশি মানুষ এমন সমস্যা নিয়ে সাধারণত যান না চিকিৎসকের কাছে।এমন ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে, সকালে ঘুম থেকে উঠার পর হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয়অনেকেরই মনে হবে বুকে ব্যথা মানেই হার্টের সমস্যা। তাই ভয় পান। আর বুকে ব্যথা নিয়ম হয়ে গেলে ধরে নেন নিশ্চয় তত বেশি কোনো সমস্যা নয়। হয়তোবা হজমের গোলমালে এমন হচ্ছে। বুকে হৃৎপিণ্ড ছাড়াও ফুসফুস, শ্বাসনালি, খাদ্যনালি, পাঁজরের হাড়, মাংসপেশি, স্নায়ু ইত্যাদির যেকোনো একটিতে সমস্যা হলেই বুকে ব্যথা হতে পারে।
কিন্তু এসব কিছুর বাইরেও সমস্যা থাকতে পারে। সে কথাই উল্লেখ করেছেন একদল গবেষক। পারিবারিক স্বাস্থ্য সংক্রান্ত একটি গবেষণাপত্রে তারা উল্লেখ করেছেন, অনেক সময়ে স্ট্রেস হরমোনের ক্ষরণ বাড়ে সকালের দিকে। তার থেকেই মাঝেমধ্যে ব্যথা হয় বুকে। শহুরে জীবনে শতকরা ৪০ ভাগ মানুষ স্রেফ মানসিক সমস্যা বা উদ্বেগের কারণে বুকে ব্যথার সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়ে থাকেন। কিন্তু স্ট্রেস হরমোনের অতিরিক্ত ক্ষরণ নানা ভাবে শরীরের ক্ষতি করতে পারে। ফলে হার্টের কোনো সমস্যা হয়নি ভেবে চিকিৎসকের কাছে না যাওয়ার অভ্যাস একেবারেই গ্রহণযোগ্য নয়। এর থেকে হতে পারে হার্ট অ্যাটাক। তাই বুকে ব্যথাকে সবসময় বাড়তি গুরুত্ব দেওয়া উচিত।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২০ জুন ২০২২ /এমএম