Menu

 

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::‌ টরন্টোর পিটারবোরোতে সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল গোমেজ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার ভোর সাড়ে ৪টার দিকে হাইওয়ের মিলব্রুক অফ র‌্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় উজ্জ্বল গোমেজের স্ত্রী রোজালিন মনি গোমেজ, দুই ছেলে এইডেন গোমেজ (১৫) ও অ্যারন গমেজ (১০) আহত হয়েছেন। তাদের টরন্টোস্থ ডাউন টাউনে সিককিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অ্যারন লাইফ সাপোর্টে রয়েছে।

পিটারবোরো কাউন্ট্রি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত জানা যায়নি, তদন্ত চলছে।জেমস উজ্জ্বল গোমেজের মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬  নভেম্বর  ২০২১ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ