Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: টরন্টোর আইনজীবী এবং মানবাধিকার কর্মী আনামী পল কানাডায় ফেডারেল রাজনৈতিক দলের ইতিহাসে এই প্রথম কোন কৃষ্ণাঙ্গ নারী যিনি গ্রিন পার্টির শীর্ষ নেতা নির্বাচিত হয়েছেন। শনিবার প্রত্যক্ষ ভোটে এই নেতা নির্বাচন হয়।

এরই মাধ্যমে টানা ১৩ বছর পর গ্রীন পার্টির নেতৃত্বে পরিবর্তন এসেছে। এর আগে গত ১৩ বছর বৃটিশ কলাম্বিয়ার এমপি এলিজাবেথ মে দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন নেতা নির্বাচনে দলের ৩৫ হাজার নিবন্ধিত সদস্যের মধ্যে ২৩ হাজার ৮৭৭ জন ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে আনামী পল ১২ হাজার ৯০ ভোট পেয়ে নতুন নেতা নির্বাচিত হন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৫ অক্টোবর ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ