Menu

কানাডার ক্যালগেরীতে এবিএম কলেজে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশীপ ঘোষণা ।

আহসান রাজীব বুলবুল :: কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য অভিবাসন নিয়ে যারা আসছে তাদের জন্য স্বল্প মেয়াদি ডিপ্লোমা কোর্স করাচ্ছে ক্যালগেরীর এবিএম কলেজ। কলেজটিতে বাংলাদেশী ছাত্র-ছাত্রীসহ বিভিন্নকোর্সর মাধ্যমে নতুন অভিবাসীদের কানাডার চাকরীর বাজারে প্রবেশের পথ সহজ হচ্ছে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।কানাডার ক্যালগেরীর প্রাণকেন্দ্র গড়ে উঠা প্রাইভেট ভোকেশনাল এবিএম কলেজের বেশিরভাগ ছাত্র-ছাত্রীই নতুন অভিবাসী। গ্র্যাজুয়েশন শেষ করে দ্রুত চাকরি পাওয়া নিশ্চিত করতে কলেজটির রয়েছে চাকরিদাতাদের সাথে অভিবাসী ছাত্র-ছাত্রীদের যোগসূত্র তৈরী করে দেয়ার বিশেষ উদ্যোগ। এ ছাড়াও, সংক্ষিপ্ত ডিপ্লোমা কোর্স করে বেছে নেয়া যায় পছন্দ অনুযায়ী চাকরি। রয়েছে বছরের যে কোন সময়ে কলেজটিতে ভর্তি হওয়ার সুযোগ দুর প্রবাসে ক্যালগেরীর এই শিক্ষা প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা বাংলাদেশী বংশভুত বাঙ্গালীর গর্বিত সন্তান ড. মো. বাতেন শিক্ষার এই কার্যক্রমকে এগিয়ে নিতে রাতদিন পরিশ্রম করে চলেছেন। অভিঞ্জ শিক্ষকদের নিয়ে ইতিমধ্যে কলেজটি শিক্ষাক্ষেত্রে ব্যাপক প্রশংশত কুরিয়েছে। এরই মধ্যে প্রায় তিন হাজারেরও বেশী ছাত্র-ছাত্রী এখান থেকে গ্রাজুয়েশন শেষ করে কাজ করছে বিভিন্ন সংস্থায়। এবছর বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের জন্য ৫টি স্কলারশীপের ঘোষণা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজটির প্রেসিডেন্ট ড. মো. বাতেন জানান, কানাডায় এসে গুনগত শিক্ষা অর্জনের পাশাপাশি প্রয়োজন চাকরির বাজারে টিকে থাকার যোগ্যতা অর্জন। এরই ফলশ্রুতিতে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে নতুন আসা অভিবাসীরা এমনটাই তিনি মনে করেন। উল্লেখ্য, গত ২ মে কলেজটি নতুন ঠিকানায় গ্রান্ড ওপেনিং করা হয়।

বাংলানিউজসিএ/ঢাকা/ ৩ মে ২০১৯/ এমএম


এই বিভাগের আরও সংবাদ