Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরির মোহাম্মদ আবু তালাত নওশাদ কানাডার স্থানীয় সময় ১৫ই সেপ্টেম্বর বিকেল ৪.৪৫ মিনিটে ক্যালগেরির নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মূত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কিছু দিন প্যানক্রিয়েটিক ক্যান্সার রোগে ভুগছিলেন।

আজ বাদ জোহর ১৬ই সেপ্টেম্বর ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে তার নামাজে জানাজা শেষে ককরেন কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে কমিউনিটি তে শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, অসাধারণ ব্যক্তিত্ব ও সদা হাস্যজ্বল পরোপকারী মোঃ আবু তালাত নওশাদ কমিউনিটি তে তার কর্মের মধ্যে দিয়ে খুবই জনপ্রিয় ছিলেন। তিনি কমিউনিটির বিভিন্ন সেবামূলক কাজে সক্রিয় ছিলেন ।

তার মৃত্যুতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/১৭ সেপ্টেম্বর ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ