Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: উদীচী যুক্তরাষ্ট্র সংসদের নাট্য বিভাগের অধীনে প্রথম শ্রুতিনাটক চাঁন মিয়ার বায়োস্কোপ “জুম” ডিজিটাল মঞ্চে আজ স্থানীয় সময় সকাল ১১ টায় মঞ্চায়িত হয়েছে।

নাটকের পটভূমি ১৯৭১-এর মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্ব থেকে ১৯৯০-এর মাঝামাঝি, প্রায় ২৫ বছর। স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধী জামাত-রাজাকারদের কাঠামোবদ্ধ উত্থানের মধ্যেও মুক্তিযোদ্ধা চাঁন মিয়া বাংলাদেশের গ্রামে-গঞ্জে বায়োস্কোপে স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করছে। লক্ষ প্রাণের বিনিময় যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম সে বাংলাদেশ কি আমরা পেয়েছি?–এই মূল কথাটিই নাটকে ফুটে উঠেছে।

নাটকটি ফেইসবুক লাইভে থাকায় প্রচুর সংখ্যক ডিজিটাল দর্শক উপভোগ করেছে। আবেগ আপ্লুত হয়ে ফিরে গেছেন মুক্তিযুদ্ধের সেই পুরনো দিনগুলোতে।নাটকটি রচনা করেছেন আসিফুল হুদা। পরিচালনা করেছেন উদীচী যুক্তরাষ্ট্র সংসদের নাট্যসম্পাদক খন্দকার ফজলুল করিম।

চাঁন মিয়া চরিত্রে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের উদীচি সংসদের সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস, অন্যান্য চরিত্রে গোবিন্দ বিশ্বাস, রবিউল ইসলাম, সাবিনা হক উরবি, সমীর মন্ডল, পরেশ ধর, প্রমিত আচার্য, ফজলুল করিম, বিপ্লব চক্রবর্তী, মহাদেব মল্লিক এবং সুকান্ত দাস।সার্বিক ব্যবস্থাপনায় উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস।

নাটকটির নির্দেশক খন্দকার ফজলুল করিম জানালেন–কঠিন এক সময়ের মধ্যে আমরা দিন যাপন করছি। সারা বিশ্ব এখন তাকিয়ে আছে নতুন কোন সংবাদ, নতুন কোন ভ্যাকসিন উদ্ভাবনের জন্য। মহামারীর এই সময়ে কিছুটা হলেও দর্শকদের দৃষ্টিকোণ আনন্দের দিকে নিয়ে যাওয়াই হলো আমাদের এ প্রয়াস। আজকের এই বিশ্বে চাঁন মিয়াদের বড়ই অভাব চাঁন মিয়ারা যেন নব প্রজন্মের কাছে হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য করেই আমরা এ নাটক মঞ্চায়ন করছি।

চাঁন মিয়া চরিত্রে রূপদানকারী যুক্তরাষ্ট্রের উদীচি সংসদের সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস জানালেন- এটি একটি শ্রুতি নাটক। মুক্তিযুদ্ধ ও এর প্রকৃত ইতিহাস নব প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সমাজের রন্ধে রন্ধে যে অসঙ্গতিি তা থেকে আমাদের বেরিয়েে আসতে হবে। তাহলেই আমাদের নতুন প্রজন্ম ও সমাজ উপকৃত হবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ সেপ্টেম্বর ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ