Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্তে মৃতের সংখ্যায় পুরো পৃথিবী এখন স্তব্ধ। সারাবিশ্বে চলছে নানা গবেষণা। বৈজ্ঞানিকরা একের পর এক তথ্য প্রকাশ করে চলেছেন। এখন পর্যন্ত সঠিক কোন ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি।প্রতিষেধক আবিষ্কারের পেছনে তাকিয়ে আছে পুরো বিশ্ব।

কানাডায় করোনা ভাইরাসের প্রতিষেধক আবিস্কারের জন্য কানাডা সরকার ১৯.২ কোটি ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছে আগেই। ট্রুডো সরকার কোভিড-১৯ এর দীর্ঘমেয়াদী সমাধানে বিনিয়োগ করেছে। এদিকে, কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি ও সফলভাবে বিতরণ ইস্যুতে কানাডা সরকারের সক্ষমতায় আস্থা রয়েছে অন্তত: ৭৪ শতাংশ নাগরিকের।

সম্প্রতি এক জরীপে এ তথ্য প্রকাশ করে। জরীপ থেকে জানা যায়, ভ্যাকসিন তৈরি ও সফলভাবে বিতরণ ইস্যুতে সরকারের সক্ষমতায় ১২ শতাংশের আস্থা নেই । তবে সরকারের নেয়া পরিকল্পনায় যতটা সম্ভব সব নাগরিক নিরাপদে থাকবে বলে মনে করেন ৪৩ শতাংশ নাগরিক।

অন্যদিকে কানাডায় করোনাভাইরাস সংক্রমণ সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়ায় কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা: থেরেসা ট্যাম উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, কানাডার শীতকালীন আবহাওয়া এবং ছুটির দিনে পারিবারিক অনুষ্ঠানে যোগদানের কারণে কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে।

দেশটির এমন শঙ্কা জানিয়ে জনগণকে সতর্ক করেন। তিনি বলেন, নাগরিকদের অবশ্যই ঝুঁকিপূর্ণ অনুষ্ঠানে যোগ দানের আগে নিজের শরীরের অবস্থা বিবেচনায় নিতে হবে। এবং যাদের সঙ্গে স্ব-শরীরে পারিবারিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তাদের স্বাস্থ্যগত তথ্যও জানতে হবে।

উল্লেখ্য কানাডায় করোনা ভাইরাস এখনো নিয়ন্ত্রণে আসেনি। বরং দেশটির কোন কোন অঞ্চলে সংক্রমণ বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ি, কানাডায় কোভিড -১৯ -এ মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ৯,১৪৬ জন। মহামারি শুরুর পর থেকে ১৩২,১৪২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ সেপ্টেম্বর ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ