Menu

আহসান রাজীব বুলবুল , প্রধান সম্পাদক, বাংলানিউজসিএ :: করোনা এক অদৃশ্য অচেনা শত্রুর পিছনে বিশ্ব এখন  তোলপাড়। অপেক্ষা কেবল কখন এর প্রতিষেধক বাজারে আসবে। আর এর পিছনে বিশ্বজুড়ে দিনরাত অবিরত কাজ করছে প্রতিষেধক উদ্ভাবনকারী গবেষক ও ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বিশ্লেষকরা মনে করছেন প্রতিশোধক বাজারে আসলেও তা রাতারাতি পুরো বিশ্বকে পরিবর্তন করতে পারবে না।

আর এই বিষয় নিয়ে একের পর এক ভার্চুয়াল আলোচনা করে যাচ্ছেন কানাডার ক্যালগেরির টমবেকার ক্যানসার সেন্টারের ক্লিনিক্যাল রিসার্চ কো-অর্ডিনেটর এবং আর “এক্স মিমস বাংলাদেশ’ এর পরিচালক আহমেদ হোসেন শাহীন। তার পরিচালনায় শনিবার সকালে অনুষ্ঠিত হয়ে গেল “কোভিড-১৯ এ ভেষজ ওষুধ কিভাবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ” বিষয়ক এক ভার্চুয়াল আলোচনা।

ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহন করেন জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসী বিভাগের প্রফেসার ডা: এম শাহাবুদদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসীর চেয়ারমান ডাঁ: সীতেশ বাচার, বাংলাদেশ আয়ুরবেদিক ম্যানুফেকচার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রটারি ডা: মিজানুর রহমান, স্কয়ার ফার্মার এম আসাদউল্লাহ,রেনাটা ফার্মার রিনাত রিজভী, দি একমি ল্যাব এর মো: আশরাফুল ইসলাম, জেসন ন্যাচারেল প্রোডাটকস লি: এর ডাঃ মোঃ সাহাফুল আলম এবং হামদর্দ ল্যাবরেটরীজ এর আবু জাফর মো: সাদেক।

ভার্চুয়াল আলোচনায় গুরুত্ব আরোপ করা হয় ভেষজ ওষুধের গুণাগুণের উপরে। বক্তারা করোনাকালীন এই সময়ে বর্তমান বিশ্বে বিভিন্ন ঔষধ কম্পানির অবদানের কথা যেমন তুলে ধরেছেন তেমনি এর পিছনে অনেক দ্বিমতের‌ ও কথা উল্লেখ করেছেন। বক্তারা বলেন আদিকাল থেকেই ভেষজ ঔষধের একটি জনপ্রিয়তা রয়েছে। ভেষজ প্রতিষেধক গুলি তার নিজস্ব স্বকীয়তায় দিনের পর দিন এগিয়ে যাচ্ছে। এমনকি বৈশ্বিক মহামারীর এই সময়েও ভেষজ ঔষধি সর্বপ্রথম মানুষকে আকৃষ্ট করে।

আলোচনায় রাসায়নিক ওষুধের পাশাপাশি অনেকেই দ্বিমত করে বলেছেন ভেষজ ওষুধের কথা। সৃষ্টির আদি থেকেই তৈরি হওয়া সেই ভেষজ পদ্ধতি এখনো বয়জৈষ্ঠ্যরা দিনের পর দিন সেবন করে যাচ্ছেন।

আলোচনায় বক্তারা আরো বলেন বিকল্প প্রতিষেধক হিসাবে ভেষজ ঔষধ ব্যাপক কার্যকর ভূমিকা রাখছে। এর পিছনেে তারা বিভিন্নন যুক্তি ও বাস্তবতা তুলে ধরেন। প্রকৃতির উৎস থেকে নেওয়া যে কোনো জিনিস ই যে মানবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকাা রাখে আলোচনায় তাও উঠে আসে।

আয়োজক কানাডার ক্যালগেরির টমবেকার ক্যানসার সেন্টারের ক্লিনিক্যাল রিসার্চ কো-অর্ডিনেটর এবং আর এক্স মীমস এর পরিচালক আহমেদ হোসেন শাহিন বললেন- সৃষ্টিকর্তা প্রদত্ত অদ্ভুত আমাদের মানব দেহ। হাজারো ক্রিয়া-প্রতিক্রিয়ায় আমরা এই মানব দেহকে নিয়ন্ত্রণ করি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত টা মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আর তারই পরিক্রমায় সেই আদিকাল থেকেই সাধারণ কোল্ড, ইনফ্লুয়েঞ্জা, জ্বর এবং হারপিসের ক্ষেত্রে দীর্ঘকাল ধরে ভাইরাসের সংক্রমণ এবং চিকিৎসার জন্য ভেষজ ঔষধ ব্যবহৃত হয়ে আসছে। আজকের এই ফলপ্রসূ আলোচনা এটাই তার প্রমান করে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৯ আগস্ট ২০২০/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ