Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, বাংলা নিউজ :: নারী-পুরুষের সমতা ও নারীর ক্ষমতায়নে গৃহীত কার্যক্রম আরও বলিষ্ঠ করার প্রত্যয় নিয়ে “বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি” নারীদের সম্মানার্থে আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ সেন্টারে উদ্বোধন করল লেডিস ফোরাম। এই ফোরামের মূল উদ্দেশ্য হলো প্রবাসী মহিলারা কিভাবে নিজেদের উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও অবদান রেখে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখতে পারে।

আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ সেন্টারে লেডিস ফোরাম উদ্বোধন করেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোঃ রশিদ রিপন এবং সাধারণ সম্পাদক জয়ন্ত বসু।এ উপলক্ষে বাংলাদেশ সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অংশ নেন প্রবাসী মহিলারা।

এ সময় প্রবাসী মহিলারা লেডিস ফোরামের বিভিন্ন দিক তুলে ধরেন।বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোঃ রশিদ রিপন বলেন – আমরা চাই আমাদের পুরুষদের পাশাপাশি মহিলারাও আমাদের কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসুক, তিনি আরো বলেন বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল। আমাদের মহিলাদের উন্নয়ন এখন বিশ্ববাসীর মুখে মুখে। আজকের এই লেডিস ফোরাম আমাদের কর্মকাণ্ডের অগ্রযাত্রায় আরও একধাপ এগিয়ে নিবে।

সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বলেন–আমাদের উল্লেখিত কার্যক্রমের আরো একটি অধ্যায়ের সূচনা হল। আমরা আজ পিছিয়ে নেই। আমাদের মহিলা ফোরাম তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রেখে কমিউনিটি উন্নয়নে এগিয়ে আসবে এটাই আমাদের প্রত্যাশা।আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান কে ঘিরে একটি সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়।অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারি মহিলা সম্পাদিকা তাহমিনা ইসলাম বেলী।উল্লেখ্য প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালি মহিলা রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১০ মার্চ ২০২০ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ