Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: খুলনা, টাঙ্গাইল ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাাদিকরা। এ সময় সাংবাদিকরা তাদের ব্যবহৃত ক্যামেরা ল্যাপটপও বুম সড়কের ওপর রেখে সড়কের উপর বসে অভিনব প্রতিবাদ জানান। অবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শস্তির দাবি জানিয়েছেন তারা। সাংবাদিকদের এ কর্মসূচিতে যোগদান করে সংহতি প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এসময় প্রায় আধাঘন্টা সড়ক অবরোধ শেষে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল সহকারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কাছে জান। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন। স্বারকলিপি জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সারা দেশে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরিসহ ৫ দফা দাবি জানানো হয়। একই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরির আহ্বান জানান সাংবাদিক নেতারা। মানববন্ধন শেষে সাংবাদিকরা শহীদ হাসান চত্বরের রাস্তায় ব্যারিকেড দিয়ে বসে পড়লে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-ঝিনাইদাহ, চুয়াডাঙ্গা-যশোর ও চুয়াডাঙ্গা-খুলনা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের শহীদ হাসান চত্বরে সমাবেত হয় জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা । পরে বেলা ১২টায় মানববন্ধনে অংশ নেয় জেলার চারটি উপজেলার সাংবাদিকরা। জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মানিক আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, শাহার আলী, নাসির উদ্দীন আহমেদ, জেড আলম, শরীফ উদ্দীন হাসু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, জীবননগরের জামাল হোসেন ও হিজলগাড়ি প্রেসক্লাবের শামীম হোসেন মিজি। সাংবাদিকদের এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহন করেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সুজনের সভাপতি সিদ্দিকুর রহমান, পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহাজান আলী, সাহিত্য পরিষদের সভাপতি ও নদীরক্ষা আন্দোলনের আহ্বায়ক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, উদীচীর সভাপতি হাবীবী জহির রায়হান, কবি সাহিত্যিক হেলাল হোসেন জোয়ার্দ্দার ও এনজিও প্রতিনিধি ইলিয়াস হোসেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৭ জানুয়ারি ২০২০ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ