আহসান রাজিব বুলবুল, কানাডা বরফাচ্ছন্ন কানাডার ক্যালগেরিতে প্রবাসী বাঙালিরা স্বপ্ন আর দিনবদলের অপরিমেয় প্রত্যাশায় নতুন বছরকে বরণ করে নেয়।
সূর্যাস্তের সাথে সাথেই প্রবাসী বাঙালিরা মিলিত হতে থাকে একে অপরের সাথে বিভিন্ন স্থানে। কালগেরিতে বিভিন্ন স্থানে ছিল প্রবাসী বাঙ্গালীদের মিলন মেলা ।
আশ্বাস আর বরাভয়ে নতুন আশায় বুক বেঁধে শান্তি আর সুখের প্রত্যাশায় দিন গোনে আয়োজকরা ।
অনুষ্ঠানের মধ্য ছিল পুরাতন আর নতুন বছরকে নিয়ে আলোচনা, ছোট ছোট শিশু-কিশোরদের নিয়ে বর্ষবরণের কেক কাটা, স্থানীয় শিল্পীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্মৃতিরোমন্থন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০২ জানুয়ারি ২০২০ /এমএম
Array