Menu

আহসান রাজিব বুলবুল, কানাডা :: অবশেষে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সম্পন্ন হল কানাডার ৪৩তম সাধারণ নির্বাচন ২০১৯। এই নির্বাচনের সর্বমোট ৬ টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। প্রচুর সংখ্যক ভোটারের উপস্থিতিতে সারাদিনব্যাপী এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মন্ট্রিলে নিজের ভোট দেন ট্রুডো।এ বছর কোন দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে গতবারের ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মাইনোরিটি সরকার গঠন করতে যাচ্ছে। নির্বাচনী সর্বশেষ পাওয়া খবরে এ পর্যন্ত লিবারেলপার্টি ১৫৬টি আসন, কনজারভেটিভ পার্টি ১২২টি আসন, কুবেকুয়া পার্টি ৩২টি, নিউ ডেমোক্রেটিক পার্টি ২৪টি, গ্রীন পার্টি তিনটি এবং স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয়লাভ করেছে।

লিবারেলপার্টির প্রধান জাস্টিন ট্রুডো নির্বাচন শেষে এক প্রতিক্রিয়ায় বলেন, ‌এ বিজয় আপনাদের সবার, আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন এবং যে দায়িত্ব দিয়েছেন, গত চার বছর যেভাবে পালন করেছি-আগামী দিনগুলোতে আরো ভালোভাবে আপনাদের নিয়ে পালন করতে চাই। আরো সুন্দর ভবিষ্যতের জন্য আমরা সবাই একসাথে কাজ করব, আপনাদের সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন এবং ধন্যবাদ”।

উল্লেখ্য আয়তনের দিক থেকে কানাডা ৯ হাজার ৯শত ৮৫ মিলিয়ন কিলোমিটার হলেও জনসংখ্যা মাত্র ৩৭ মিলিয়ন। যার রয়েছে ১০টি প্রভিন্স এবং ৩টি টেরিটরিজ। মাল্টিকালচারজমের দেশ হিসাবে পরিচিত কানাডার “হাউজ অব কমন্স” সংসদের মোট আসন সংখ্যা ৩৩৮টি। এককভাবে কোন সরকার গঠন করলে প্রয়োজন ১৭২টি আসনের। কানাডার ৪৩তম সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সর্বমোট ৬টি দল। এর মধ্যে লিবারেল পার্টি, কনজারভেটিভ পার্টি, নিউ ডেমোক্রেটিক পার্টি, ব্লক কুবেকুয়া পার্টি, গ্রীন পার্টি এবং পিপলস পার্টি অফ কানাডা।

কানাডার ইমিগ্রেশন সংস্থার হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় আড়াই লাখ অভিবাসন প্রত্যাশী পাড়ি দেয় কানাডায়। এক সমীক্ষায় দেখা গেছে, কানাডার বিচারব্যবস্থা, নির্বাচনী প্রক্রিয়া, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ,যোগাযোগ ব্যবস্থা ,জীবনের নিরাপত্তা স্থিতিশীলতা ও শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা একটি ব্যতিক্রমী গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের সকলের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য, বিদেশি অভিবাসী প্রক্রিয়া, জলবায়ু পরিবর্তনে ভূমিকা, পাইপলাইন সচল এবং ইনডজিনিয়াস ইস্যুতে নতুন সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবে এমনটাই মনে করেন কানাডার সাধারণ জনগণ এবং বিশেষজ্ঞরা

বাংলানিউজসিএ/ঢাকা/ ২২ অক্টোবর ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ