বাংলানিউজসিএ ডেস্ক :: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচার দাবি করেছে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডা। সংগঠনের পক্ষ থেকে যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক ও বিদ্যুৎরঞ্জন দে এই দাবি জানান।
তারা আবরার ফাহাদের পরিবারের সদস্যদের পিডিআইয়ের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার্থীদের গড়ে তোলা আন্দোলনের প্রতিও একাত্মতা প্রকাশ করেন।
একই সঙ্গে তারা বলেন, বাংলাদেশে নীতি-নৈতিকতাবিহীন ভোগবাদী রাজনীতি চর্চার কারণে তরুণ সমাজের মধ্যে অর্থলালসা ও নানা ধরনের বিভ্রান্তির সৃষ্টিসহ অনেকে সমাজবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। এই হত্যাকাণ্ড তারই বহিঃপ্রকাশ।
তারা আরও বলেন, এই ঘটনার জন্য ছাত্র রাজনীতি দায়ী নয়। দায়ী রাজনীতির দুর্বৃত্তায়ন ও গডফাদারদের অসুস্থ রাজনীতি চর্চা। মুক্তিযুদ্ধের প্রকৃত মূল্যবোধের সুস্থ গণতান্ত্রিক রাজনীতি চর্চাই এসবের একমাত্র সমাধান।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১২ অক্টোবর ২০১৯/ এমএম