আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার টরন্টোস্থ আগা খান মিউজিয়াম অডিটোরিয়ামে কানাডার স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বিশিষ্ট কন্ঠশিল্পী শোয়েব মোর্তজা এর একক গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।মিলনায়তনপূর্ণ দর্শকশ্রোতারা একরাশ মন্ত্রমুগ্ধতায় প্রায় দুই ঘন্টার অধিক সময় ধরে গজল সন্ধ্যাটি উপভোগ করেন।
অনুষ্ঠানে দ্বৈত সঙ্গীতে ছিলেন কণ্ঠশিল্পী রওনক হাসান। যন্ত্রসঙ্গীতে ছিলেন তবলায় ডেরিক জাইকরণ এবং সজল রায়, গিটারে মীর আলী, বাঁশিতে ভাসু বিস্ট, বেজ গিটারে জ্যাকব থমাস, অক্টোপেডে সুরেশ শ্রীভাস্কর।উল্লেখ্য, কন্ঠশিল্পী শোয়েব মোর্তজা আট বছর বয়স থেকে গজল এর প্রতি ভালোবাসায় পরিবেশন করার মধ্যদিয়ে প্রায় কয়েক যুগ ধরে গজল শেখা এবং গজলের অনুষ্ঠান করে আসছেন। তিনি প্রতিনিয়ত গজলের উপর গবেষণা এবং শিক্ষা চালিয়ে যাচ্ছেন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৫ ডিসেম্বর ২০২৫ /এমএম





