Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  :: অন্যস্বর টরন্টো এর আয়োজনে মঞ্চ ও টিভি নাটকের বিশিষ্ট অভিনেত্রী শান্তা ইসলাম এর সাথে দলের সদস্যদের এবং সুধীজনদের কথোপকথন হয়েছে টরন্টো ফিল্ম ফোরাম (টিএফএফ) মিলনায়তনে ।অন্যস্বর এর দলনেতা আহমেদ হোসেন এর সঞ্চালনায় ধীর লয়ে শুরু শান্তার সাথে কথোপকথন । আহমেদ হোসেন শুরু করেন জিনাত আর মিরান্ডা নিয়ে নানান আলোচনা। মাঝখানে শান্তা আবেগতাড়িত হয়ে বলতে থাকেন জিনাত চরিত্রের সংলাপ।আলাপে আলাপে শান্তা বলেন, আস্থা নিয়ে কেমন করে আহমেদ হোসেনের ঘাড়ে পা রেখে মিরান্ডা চরিত্রের প্রথম দৃশ্যটি শুরু করেন।

অভিনয়ের নৈপুণ্য, চরিত্র বিশ্লেষণের গভীরতা এবং মঞ্চে উপস্থিতির দৃঢ়তায় নিজেকে দীর্ঘদিন ধরে আলাদা করে তুলে ধরেছেন শান্তা ইসলাম।সৈয়দ শামসুল হক-এর বিখ্যাত নাটক “যুদ্ধ এবং যুদ্ধ”-এ জিনাত মহল চরিত্রে তাঁর অভিনয় ছিল অনন্য—ব্যথা, প্রতিরোধ এবং নারী শক্তির যে রূপ তিনি মঞ্চে তুলে ধরেন, তা দর্শকের হৃদয়ে দীর্ঘসময় দাগ কাটে।

এছাড়া বিশ্বনাট্যধারার অপরাজেয় নাট্যকার উইলিয়াম শেক্সপীয়ারের “দ্য টেম্পেস্ট” নাটকে মিরান্ডা চরিত্রে তাঁর বলিষ্ঠ ও শৈল্পিক অভিনয় প্রমাণ করে তাঁর বহুমাত্রিক দক্ষতা। চরিত্রের সরলতা, বিস্ময়, মানবিকতা এবং আবেগ—সব কিছুই তিনি নিখুঁতভাবে তুলে ধরে নাটকটিকে নতুন বোধে সমৃদ্ধ করেছেন।শান্তা ইসলাম, তাঁর অভিনয়ের প্রতিটি চরিত্রই দর্শককে নতুন অভিজ্ঞতায় নিয়ে যায়, আর শিল্পচর্চার প্রতি তাঁর নিবেদন আমাদের সাংস্কৃতিক পরিসরকে সমৃদ্ধ করে চলেছে।

অনুষ্ঠানে শান্তা ইসলামকে নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, টরন্টো ফিল্ম ফোরাম এর সভাপতি, চলচ্চিত্রকার এনায়েত করিম বাবুল, বাংলামেইল সম্পাদক এবং এন আর বি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু,বিশিষ্ট লেখিকা সালমা বাণী, কন্ঠশিল্পী নাসরিন খান, বাংলাদেশ সেন্টারের সভাপতি শিবু চৌধুরী,লেখিকা ঈশাত আরা মেরুনা।আবৃত্তি করেন রিফফাত নূয়েরিন। সঙ্গীত পরিবেশন করেন আসিফ চৌধুরী, মেহজাবীন , স্বপ্নীল , ফারজানা হক বেবী। অনুষ্ঠানে রনি মজুমদার ,জুলিয়া, শিরীন , ফারিয়া , ইশতিয়াক , বদরুদ্দোজা , মুনিমা শারমিন , মাসুদ পারভেজ সহযোগিতা করেন।বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর মধ্যে দিয়ে শান্তা ইসলাম সাথে কথোপকথন অনুষ্ঠান সমাপ্ত হয়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৫ নভেম্বর  ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ