Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার ক্যালগেরিতে বুয়েট এলামনাই এসোসিয়েশন অফ ক্যালগেরির উদ্যোগে বাংলাদেশী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি ও বেঙ্গলি স্টুডেন্ট সোসাইটি মিলে তিনটি সংগঠনের আয়োজনে বাংলাদেশী শিক্ষার্থী ও পেশাজীবীদের কানাডার চাকরির বাজারে নিজেদের কে যথাযথভাবে তৈরির জন্য “ওয়ার্কশপ অন ক্যারিয়ার ডেভেলপমেন্ট” শীর্ষক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের টেইলর ইনস্টিটিউটে।

সেমিনারে বাংলাদেশী ছাত্রছাত্রী ও পেশাজীবিদের জন্য বর্তমান চাকরির বাজারের অভিজ্ঞ ও বিভিন্ন বড় প্রতিষ্ঠানের উচ্চপদে কর্মরত ব্যক্তিরা ক্যারিয়ারের দিক নির্দেশনা, রেজিউমে সংস্কার এবং চাকরির বাজারে প্রবেশ ও পদোন্নতির জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এই কর্মশালায় ছিল কানাডা ও বাংলাদেশী প্রফেশনালদের সাথে নেটওয়ার্কিং, সরাসরি যোগাযোগ ও কথা বলার বিশাল সুযোগ।সেমিনারে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখা কানাডা ও বাংলাদেশের ১৬ জন পেশাজীবী তাদের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন ও অংশগ্রহণকারীদের সাথে সরাসরি কথা বলেন।

অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসাবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিখ্যাত কানাডিয়ান এনার্জি কোম্পানির জেনারেল ম্যানেজার নিয়াজ আহমেদ। একই সাথে স্পেশালিষ্ট হিসাবে শাফকাত মাহমুদ ও মিনাওয়ার তানজিল (কম্পিউটার সায়েন্স), তানিয়া রিজওয়ান (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং), আবুল রফিকুজ্জামান ও ইমরান মতিন (সিভিল ইঞ্জিনিয়ারিং), মুশতাক রাব্বী ও নাজমুল সিয়াম (প্রজেক্ট ম্যানেজমেন্ট), সুব্রত বৈরাগী (ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং), মোহম্মদ কবির টিটু (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং), আরমান আহমেদ (ইন্ডাস্ট্রি), মোহম্মদ কবির, সাব্বির আহমেদ ও মনিক ক্যাসনগুয়ে (এপেগা), মনিকা আল্ভেস ম্যাসিয়েল (রিক্রুটিং) এবং ম্যাথিউ গেডেস (রেজিউমি রিভিউয়ার) দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমাজনের সিনিয়র সফটওয়ার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার শাফকাত মাহমুদ।

কানাডার অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য আলবার্টা। এখানে বাংলাদেশি পেশাজীবীরা কানাডার অর্থনীতির বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ প্রদেশটিতেও শিক্ষা, প্রকৌশল, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তিতে বাংলাদেশিদের অগ্রযাত্রা থেমে নেই। তবে বাংলাদেশি চাকরিপ্রার্থীদের একটি বড় অংশ মেধা, দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও এসব বিবেচনায় অন্য অনেক কমিউনিটি থেকে আসা প্রার্থীদের চেয়ে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। এ সমস্যা নিরসনে যথাযথ পরামর্শ, গাইডেন্স ও রেফারেন্স নিয়ে এগিয়ে এসেছে ক্যালগারি বুয়েট এলামনাই এসোসিয়েশন সাথে আরো দুটি সংগঠন কে নিয়ে।

বুয়েট এলামনাই এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি ওবায়দুল কবির শরীফ মিডিয়া কে বলেন, বিদেশের মাটিতে আমাদের বাংলাদেশি কমিউনিটিকে প্রতিষ্ঠিত করার জন্য এ ধরনের সেমিনার কমিউনিটি একত্রিকরণ করেছে যা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। এ ছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবিদের সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে একটি পরিচিত ঘটিয়েছে যা ভবিষ্যতে চাকরীপ্রার্থী তরুণদের উপকৃত করবে বলে আমি মনে করি।

বুয়েট এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, শাফকাত মাহমুদ মিডিয়া কে বলেন, আমাদের কমিউনিটির শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সেমিনারটি অত্যন্ত সহায়ক বলে বিশ্বাস করি। এই উদ্যোগের দেখাদেখি অন্যান্য অর্গানাইজেশনও নিয়মিত এরকম প্রবাসে বাংলাদেশিদের জন্য সহায়ক কর্মশালার আয়োজন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে বুয়েট এলামনাই এসোসিয়েশনের সকল এক্সিকিউটিভ সদস্যদের পাশাপাশি, বাংলাদেশী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি সভাপতি মোহম্মদ স্বপন ও সদস্যবৃন্দ এবং বেঙ্গলি স্টুডেন্ট সোসাইটির সদস্য আরিক ও অন্যান্য সদস্যরা আয়োজক হিসাবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল প্রবাস বাংলা ভয়েস এবং চ্যানেল আই।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৫ অক্টোবর  ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ