Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি ক্লাব আছে। ব্যান্ড পার্টির মতো একটা ক্লাব। এর নাম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পৃথিবীতে এত ‘থার্ড ক্লাস’ লেভেলের ক্লাব আর কোথাও নেই।সোমবার বিকালে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘সাতচলি্লশ-একাত্তর-চব্বিশ : আমাদের বিজয়ের পথপরিক্রমা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের ধারণা কী? আপনার ভাবনাগুলোকে সুবিধাজনক ভাষায় প্রকাশ করার জন্য একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কিছু হলেই একটি ব্যানার নিয়ে অপরাজেয় বাংলায় দাঁড়িয়ে যেত। তারা আপনার কলম, চিন্তা, মেরুদণ্ড নিয়ন্ত্রণ করতে চেয়েছে।

পৃথিবীতে আর কোনো জাতি এমনকি জার্মানির নাত্সিদের মধ্যেও আপনারা এ বৈশষ্ট্যি পাবেন না, যেখানে একই সঙ্গে পরিবার ও শিক্ষকসমাজ নষ্ট হয়েছে। পৃথিবীর কোথাও নেই, যেখানে গণভবনের মালিক’ ও বায়তুল মোকাররমের খতিব একসঙ্গে দেশ ছেড়ে পালিয়েছে।আলোচনা সভায় আরও বক্তব্য দেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্যা গালিব, জাতীয় নাগরিক কমটির যুগ্ম-আহ্বায়ক আলী আহসান জুনায়েদ প্রমুখ।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৬ ডিসেম্বর ২০২৪ /এমএম

 


Array

এই বিভাগের আরও সংবাদ