Menu

ঢাকার আরামবাগে গ্লোবাল এডুকেটরস ইনিসিয়েটিভ ফর সাসটেইনবল ট্রান্সফরমেশনের (জিস্ট সেন্টার) গত ২৭ মার্চ ২০১৯ তারিখে উদ্ধোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান দূতাবাসের কো-পাবলিক এ্যাফেয়ার অফিসার এলিজাবেথ থমহিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ঢাকার প্রোগ্রাম ম্যানেজার, এডুকেশন একচেঞ্জ প্রোগ্রাম চিফ তাহনিয়া শহীদ ও ইএমকে সেন্টারের ডিরেক্টর নাভেদ আকবর। উদ্বোধনী অনুষ্ঠানে সারাদেশের জিস্টের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এলিজাবেথ থমহিল বলেন, জিস্ট হল শিক্ষার্থী ও শিক্ষকদের একত্রে কাজ করার এক অনন্য প্লাটফর্ম। একুশ শতকের চ্যালেঞ্জ ও উপযোগী হয়ে গড়ে উঠতে পারস্পরিক জ্ঞান, প্রযুক্তি ও মূল্যবোধ আদান প্রদান ও মেল বন্ধনে জিস্ট ভূমিকা রাখবে জেনে আমি অভিভূত। গ্লোবাল এডুকেটরস ইনিসিয়েটিভ ফর সাসটেইনবল ট্রান্সফরমেশন (জিস্ট) ২০১৭ সাল থেকে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে।

জিস্ট-এর বাংলাদেশ চাপ্টারের প্রেসিডেন্ট বিপ্লব কুমার দেব জানান, আগামী ২০২০ সালে বিশ্বের ২০টি দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে।