Menu

ঘরেই করুন ডিপ কন্ডিশনিং

বাংলানিউজসিএ ডেস্ক :: ঝলমলে ও শক্তিশালী চুলের জন্য সপ্তাহে একবার ডিপ কন্ডিশনিং খুবই জরুরি। এতে চুলের আগা ফাটে না। এছাড়া চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি পৌঁছায় বলে কমে যায় চুল পড়া। পার্লারে গিয়ে চুলচর্চার সময় না থাকলে ঘরে বসেই করে নিতে পারেন এটি। জেনে নিন কীভাবে ঘরে বসেই করবেন ডিপ কন্ডিশনিং।

শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। চুল খানিকটা শুকিয়ে গেলে টক দই লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।শ্যাম্পু শেষে চুল মুছে নিন। ভেজা চুলে অ্যালোভেরার জেল লাগান। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগাবেন। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন পানি দিয়ে।

আধা কাপ মেয়োনিজের সঙ্গে একটি ডিম ও ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে মুছে নিন। খানিকটা শুকিয়ে গেলে তারপর মিশ্রণটি লাগান। ত্যালে গরম পানি দিয়ে ভিজিয়ে নিংড়ে নিন। গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন চুল।২ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।

চায়ের গাঢ় লিকার বানিয়ে মেহেদি গুঁড়ার সঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। একটি ডিম, ১ কাপ দই ও ২ চা চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১২ সেপ্টেম্বর ২০১৯/ এমএম