Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নীপিড়ন এবং হত্যার প্রতিবাদে টরন্টোয় তিনটি পৃথক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি সংগঠন অন্যস্বর ও অন্য থিয়েটারের উদ্যোগে সন্ধ্যায় টরন্টোর শহীদ মিনার চত্বরে মৗন প্রতিবাদ , বাংলা টাউনে কানাডার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যধয়নতরত বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়। এর আগে বিকেলে শহীদ মিনারে সাধারন নাগরিকদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশগুলোয় বক্তারা সবধরনের সহিংসতার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। তাঁরা ছাত্রহত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কোটা সংস্কারের ন্যায্য দাবি মেনে নে ওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশগুলোয় শুরুতে আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সংস্কৃতি কর্মীদের প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে সাংস্কৃতিক সংগঠন আহমেদ হোসেন বলেন প্রিয় জন্মভূমিতে যা ঘটছে তাতে আমরা শোকে মূহ্যমান, বাকস্তব্দ। সে জন্যে আমরা মৌন প্রতিবাদ করছি। কারণ নৃশংসতায় আমরা ভাষা হারিয়ে ফেলেছি।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৮  জুলাই ২০২৪ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ