Menu

মুক্তবিহঙ্গের প্রযোজনায় নাটক ‘ অমৃতের সন্ধানে’

নিজস্ব সংবাদদাতা, ক্যালগারি

আগামী ৯ই ও ১০ই মার্চ অনুষ্ঠিত হতে চলেছে মুক্তবিহঙ্গের প্রযোজনায় নাটক ‘ অমৃতের সন্ধানে’। ফ্রান্জ কাফকার বিখ্যাত সাহিত্য সৃষ্টি ‘ মেটামরফোসিস’ অবলম্বনে শ্রী অসীম দাস সম্পাদিত নাট্যরূপ ‘অমৃতের সন্ধানে’।জাহিদ হকের নির্দেশনায় এই নাটকটির অভিনয়ে মহীনের মায়ের ভূমিকায় আছেন মৌ ইসলাম,.বাবা ও বোনের চরিত্রে তসফিন হুসেন এবং সুদেষ্ণা ভট্টাচার্য,ম্যানেজার ও ভাড়াটের চরিত্রে অভিজিৎ সাহা এবং মহীনের ভূমিকায় জাহিদ হক।

পরিবারের সবচেয়ে কর্মঠ, উপযুক্ত এবং উপার্জনক্ষম সদস্যটির মানুষ রূপ যদি এক রাতের মধ্যে পরিবর্তিত হয়ে পতঙ্গ রূপ নেয়, কি হতে পারে সেই পরিবারটির? কি হয় মহীনের ? পরিবারের প্রিয় মানুষের অক্ষমতা এবং পরিবর্তন সমগ্র পরিবারে কি কি পরিবর্তন আনতে পারে? জেনে নিন উত্তর!

আমাদের সমাজেও রয়েছে অক্ষমতা। বিভিন্ন শারীরিক ও মানসিক অক্ষমতা নিয়ে কিছু মানুষ, কিছু পরিবার এক দৈনিন্দিন লড়াই চালিয়ে যাচ্ছে। অটিজম সেরকম একটি স্নায়ুগত মানসিক ভিন্নতা যা মানুষকে কখনো অক্ষম বানাচ্ছে কখনো বা সামাজিক বৈষম্যের স্বীকার হচ্ছে সেই মানুষটি বা সেই পরিবার।মানুষ নিজে সচেতন হয়ে একমাত্র এই ভিন্ন মানসিক কার্যক্ষম মানুষের সাহায্যে আসতে পারেন।

মুক্তবিহঙ্গ ‘ অটিজম সচেতনতা’ মূলক কাজের মাধ্যমে এই প্রয়াসটি শুরু করেছে।অটিজম এবারনেস ইভেন্ট ছাড়াও এই নাটক থেকে প্রাপ্ত সকল অনুদান দেওয়া হচ্ছে বাংলাদেশ অটিজম সেন্টারকে।


এই বিভাগের আরও সংবাদ