Menu

প্রেম-প্রকৃতি
Sudeshna Bhattacharya

প্রেমের সাথে বসন্তের যোগাযোগটা বোঝার চেষ্টা করছি।
প্রেমের সাথে প্রকৃতি। খুব ঠান্ডার দিনে মনের ড্রইংরুমে অবসাদ।ওদিকে কর্কটক্রান্তির আশেপাশে সর্বদাই মুখভার, বিরক্তি।বসন্তেই তাই বোধহয় মন প্রেমে রঙীন হয়ে ওঠার সুযোগ পায়।

মন খুঁজছে এক নির্দিষ্ট উষ্ণতা।সন্ধ্যার হাওয়া, জুইঁ বেলির গন্ধ।সেই পলাশ রঙীন গোধূলি।কৃষ্ণচূড়া, রাধাচূড়ার ছায়া ঘেরা প্রেমের সময়কাল।সেই সময়টা খুঁজছি।কোথায় কোথায় যে মন ছুট্টে পালাত বলার নয়।বাউল থেকে গজল সবই ছিল ভালবাসার গান।
এখন আছি শীতের দেশে।মেরুরেখা জানান দেয় সীমানা।কাছেই আছে। নিষ্ঠুর শীতলতা।এখনও প্রেম খুঁজি! রাস্তা ঘাটে, বরফচাপা গাছের আর্তনাদে, কলেজে পড়া ছেলে মেয়ে গুলোর চোখে, একাকী প্রতিবেশীর পাথর জমাট মুখে,বৃদ্ধ মানুষের স্মৃতিচারণায়,সব জায়গায় প্রেম খুঁজতে থাকি।তেমন কিছু চোখে পড়েনা।
যা চোখে পরে ছুটতে ছুটতে একটুকরো বিশ্রাম।সেখানেই একটু ভালবাসার সময়। প্রেম তাই প্রয়োজনে। শুধু অনুভব নয়, প্রেম এখন সামগ্রী, consumable product !
যার যত সামগ্রী তার প্রেমের পরিমান ততো বেশি।রেস্টুরেন্ট, ভ্যাকেশনের বাইরে প্রেমের কোন ছবি দেখি না।
চোখে দেখা আর হৃদয়ের দেখায় একটা সূক্ষ পার্থক্যও তৈরি হয়েছে ধীরে ধীরে। হৃদয়ের দৃষ্টি একটা স্পষ্ট ছবি তৈরি করছে, ধারণা দিচ্ছে।যেখানে মনে হয় প্রেম ভালোবাসা কখনোই একটা জৈবিক তাগিদ নয়, একটা প্রাকৃতিক, একটা আত্মিক তাগিদ!সেই তাগিদেই বসন্ত প্রেমের হাওয়া নিয়ে আসে|

রূপ-রস-স্পর্শ গন্ধের পৃথিবীতে, প্রেম মানুষকে প্রকৃতির কাছেই নিয়ে যায়।যেখানে ফুল ফল, লতা-পাতা,পশু পাখি, নদী পাহাড়, আকাশ বাতাস সবেতেই ওই ভালোবাসার সাড়া পায় এই মানুষ নামের প্রজাতি| তখনি সে ভালোবাসার একজন মানুষের হাত টেনে নেয় কাছে।
ভালোবাসার একজন নয়, যা কিছু ভালো তাকেই আঁকড়ে ধরে ভালবাসতে চায় আসলে।আমাদের জীবন ধারণের কোণায় কোণায়,কানায় কানায় এই ভালোবাসাই ছড়িয়ে আছে।জ্বলজ্বলে তারাদের ধুলো হয়ে মিশে আছে আমাদের অস্তিত্বে।কখনো তাকে সাজাচ্ছি ফুলদানিতে, কখনো চোখ বুঝে আহরণ করছি স্বাদ, কখনো বা হৃদয়ের আলিঙ্গনে ছুঁতে চাইছি আরেকটি হৃদয়, আরও অনেককটি হৃদয়! যে ভালবাসায় রেশমকীট জাল বোনে, যে ভালবাসায় বাবুই পাখি পরম যত্নে বাসা বানায়, যে ভালবসায় শস্য খেত ভরে ওঠে আতিশয্যে সেই ভালবাসায় স্নাত হতে চাইছি সকলেই !একি প্রাকৃতিক তাগিদ নয়?

শীতের শহরে বসে তাকিয়ে আছি বসন্তের দিকে।মন খুঁজছে সেই নির্দিষ্ট উষ্ণতা। ফুল ফুটবে,আকাশে ফিরবে নীল,সবুজে ডুববে চোখ!
হৃদয়ের উষ্ণতায় ততদিন জড়িয়ে রাখুক নিজেদের, আমার প্রিয় শহরবাসী।


এই বিভাগের আরও সংবাদ