অকুতোভয় ভাষা শহীদদের রক্তস্নাত মহান একুশে ফেব্রুয়ারি চলে আসছে। ভাষাপ্রিয় বাঙালির মিলনমেলা হবে সেদিন। যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে ভাষা শহীদদের সম্মান জানানো হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও আড়ম্বরে পালিত হবে সেদিন। হবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং প্রথমবারের মত অমর একুশে গ্রন্থমেলা।
তারিখ: বৃহঃস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯।
স্থান: জেনেসিস সেন্টার, নর্থ ইস্ট, ক্যালগেরি।
সময়: সন্ধ্যা ৬:০০ ঘটিকা।
অনুষ্ঠানাদি:
* একুশের প্রভাত ফেরির আদলে ক্যালগেরির সর্বস্তরের জনসাধারণ কর্তৃক র্যালি এবং শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ।
* বাংলা স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
* স্থানীয় কিশোর-যুবার পরিবেশনায় ‘অমর একুশ’ এবং তথ্যবহুল ডকুমেন্টারি প্রদর্শনী।
* জনাব আবু সাইদ লিপু রচিত উপন্যাস ‘সংকল্প’ এবং ভ্রমণ কাহিনী ‘সাগরসঙ্গমে মুগ্ধ মানবেরা’ বইয়ের মোড়ক উন্মোচন।
* জনাব বায়জীদ গালিব রচিত কাব্যগ্রন্থ ‘হৃদয়ের একূল ওকূল’ এবং রম্যরচনা ‘যে-দেশ দেশ না’ বইয়ের মোড়ক উন্মোচন।
বি: দ্র: অমর একুশে গ্রন্থমেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে শুরু থেকেই। আমাদের আহ্বান – বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন।
ক্যালগেরির সকল পেশাজীবি, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বসাধারণকে শহীদ দিবসে সক্রিয় অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি।