যাচ্ছেতাই ব্যবহার শুরু করেছেন মাতাল যাত্রী। কখনো প্রবেশ করতে চাইছেন বিশ্রামকক্ষে, কখনো ককপিটে। এমন অবস্থায় ওয়েস্টগেট বিমানের কর্মকর্তারা বাধ্য হয়ে রুট পরিবর্তন করেন। বাড়তি তেল খরচ করে ফিরে যান কানাডার ক্যালগারি বিমানবন্দরে।
ওই ফ্লাইটটি লন্ডনে যাচ্ছিল। যাত্রীর অমন কাণ্ডে তারা মামলা ঢুকে দেয়। ডেভিড স্টিফেন ইয়ং নামের ৪৪ বছর বয়সী ওই মার্কিন নাগরিককে এখন তেল খরচ বাবদ ১৭ লাখ টাকার বেশি জরিমানা দিতে হবে।
স্টিফেন পরে অবশ্য ক্ষমা চেয়েছেন। বলেছেন, ‘আমার জন্য যে ক্ষতি এবং অসুবিধা হয়েছে তার জন্য লজ্জিত।’
ইউএস টুডে জানিয়েছে, স্টিফেন অনেক আগে থেকে মাদকাসক্ত। কিন্তু ৪ জানুয়ারির আগ পর্যন্ত বেশ শান্ত ছিলেন। হঠাৎ ওই দিন বিমানে মদ খেয়ে মাতলামি শুরু করেন।
ওয়েস্টগেট জানিয়েছে, রুট পরিবর্তন করে শুরুর জায়গায় ফিরে আসতে তাদের ২০ হাজার পাউন্ড তেল খরচ হয়।