প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বিএনপি ও জামায়াতের ঘোষিত তিন দিন অবরোধের জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মঙ্গল ও বুধবারের সব বিভাগের পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর ক্লাস চলবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসগুলো সকাল সাড়ে আটটায় কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে পুলিশ পাহারায় ক্যাম্পাসে প্রবেশ করবে এবং বিকাল চারটায় ক্যাম্পাস ত্যাগ করবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘আমাকে আদেশ করা হলে আদিষ্ট হয়ে এই বিজ্ঞপ্তি দিয়েছি। আমি দায়িত্বটুকু পালন করেছি। অনিবার্য কারণে পরীক্ষাগুলো বন্ধ হয়েছে।’এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘ক্লাস ও অফিস চলার কারণে আমরা পুলিশ প্রটোকলে গাড়িগুলো ছাড়ার ব্যবস্থা করেছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমরা কাজ করে যাচ্ছি।’
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ৩০ অক্টোবর ২০২৩ /এমএম