আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী, জননেতা ড. হাসান মাহমুদ এর কানাডা আগমন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ অন্টারিও শাখার উদ্যোগে স্বারবোরোর ৩৪৬২ ডেনফোর্থের আওয়ামী লীগ কার্যালয়ে ১৫ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল। সভা পরিচালনা করেন অন্টিরিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আলি লিটন। স্বগত বক্তব্য প্রদান করেন বাকসুর সাবেক ভিপি ও অন্টারিও আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফায়েজুল করিম।
সভায় প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জননেতা ডঃ হাসান মাহমুদ তাঁর বক্তৃতায় বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ সরকারের গত পনর বছরের ব্যপক উন্নয়নের চিত্র তুলে ধরেন। এই সময়ে উন্নয়নের ছোয়ায় বাংলাদেশের গ্রাম ও নগরসমুহের আধুনিকতায় রুপান্তরের চিত্র বর্ণনা করেন।
তিনি “ডিজিটাল বাংলাদেশ” কার্যক্রম সফলতায় জন্য কিভাবে দেশের অর্থনৈতিক কার্যক্রম, শিক্ষার উন্নয়ন ও প্রসার, সামাজিক ক্ষেত্রে অগ্রগতির বিষয বর্ননা করেন।তিনি এই উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা উল্ল্যেখ করেন।মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর সাঈদুল হক চৌধুরী, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেন, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুকী হাসান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু ও টরন্টোর বাংলাদেশ কন্সুলেটের কনসাল জেনারেল ইন্জঃ লুৎফর রহমান বক্তব্য প্রদান করেন।
মত বিনিময় সভার আয়োজনে সহযোগিতায় ছিল কানাডা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ কানাডা শাখা, মহিলা আওয়ামী লীগ কানাডা শাখা, বঙ্গবন্ধু পরিষদ কানাডা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা ও বাংলাদেশ ছাত্রলীগ কানাডা।প্রশ্নপর্বে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন মনা,বিশিষ্ট সংবাদ পাঠিকা আসমা আহমেদ, লিটন কাজী, তাজুল ইসলাম, আবুল বাসার, ফকরুল ইসলাম মিলন।
ফুলের শুভেচ্ছা জানায় কানাডা আওয়ামী লীগের পক্ষে মোর্শেদ আহমেদ মুক্তা, ইমরুল ইসলাম, রতন দে, আফিয়া বেগম, বিপ্লব চৌধুরী, মহিউদ্দিন বিন্দু, ঝোটন তরফদার,মহিলা আওয়ামী লীগের পক্ষে হাসিনা আক্তার জানু ও রিনা বেগম, বঙ্গবন্ধু পরিষদের পক্ষে সভাপতি আমিন মিয়া, খন্দকার হক যোসেফ ও নওশের আলি। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষে সভাপতি ডঃ হুমায়ুন কবির, কামাল আহমেদ।
অন্টারিও আওয়ামী লীগের পক্ষে হাশমত আরা চৌধুরি জুঁই, গোলাম মোস্তফা, গোলাম সারোয়ার, নওশের আলি, আবুল বাশার, খালেদ শামীম, আক্রামুল ইসলাম খান। দেলোয়ার হোসেন দুলাল, কান্ত মাহমুদ, মনজুরুল ইসলাম মঞ্জু।স্বেচ্ছাসেবক লীগের পক্ষে আহ্বায়ক সুকোমল রায়, তাজুল ইসলাম ও তাসলিমা শাওন, কানাডা ছাত্রলীগের পক্ষে সভাপতি ওবায়েদুর রহমান, তৌহিদুর খান আশিক,দুর্জয়, তন্ময়, নাহিদ, জুয়েল, মুন্না, জয়, ইরফান, রাহুল, অনিক, রিশাদ, আরিফ, ইমরান, সাকিব, নেসার, ফুয়াদ, রাইয়ান অন্যান্যরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৭ সেপ্টেম্বর ২০২৩ /এমএম