Menu

আহসান রাজীব বুলবুল, কানাডা :: কানাডার ক্যালগেরি হরাইজন মলে অনুষ্ঠিত হয়ে গেল এই বছরের সবচেয়ে বড় বর্ণাঢ্য ঈদমেলা। এতে অংশ নেয় ১৫০টিরও বেশি ষ্টল। পাকিস্তানি, ইন্ডিয়ান, জাপানি, চায়না, ফিলিপাইন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিক্রেতারা এখানে ষ্টল দেয়।

নারী-পুরুষ, শিশু-কিশোরদের বাহারি রকমের প্রয়োজনীয় সামগ্রী এখানে বেচাকেনা হয়। এর মধ্যে মহিলাদের শাড়ি-গয়না আর কসমেক্টিস ছিল অন্যতম। বাড়তি আকর্ষণ ছিল মেহেদী ডিজাইনের আলপনা। সারাদিন ব্যাপী এই মেলায় পরিশেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে অংশ নেয় ক্যালগেরির স্থানীয় শিল্পীরা।

মেলার আয়োজক ইকবাল রহমান জানান, বাংলার সেই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতেই এই মেলার আয়োজন। খুব মিস করি মা-মাটি আর বাংলাদেশকে। সবাইকে ঈদ মোবারক।

বাংলানিউজসিএ/ঢাকা/১৩ আগস্ট ২০১৯/এমএম


এই বিভাগের আরও সংবাদ