প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: শীতে প্রকৃতিতে অসংখ্য ফুলের আগমন ঘটে। এসব ফুল শীতের বিশেষত্ব হলেও কিছু ফুল শীতে আরও মোহনীয় হয় এবং বসন্তেও তাদের কমনীয় ভাব কমে না। এমন ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, নয়নতারা, ডেইজি, হাইব্রিড গোলাপ, স্নোবল ইত্যাদি ফুল বেশ জনপ্রিয়। এখন বাড়িতে ফুলের চারা লাগালেই তো হবে না। তার যত্নেও মনোযোগ দেওয়া চাই। সেক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। চলুন জেনে নেই:
গাছের চারা আনার পর টবে স্থানান্তর করবেন যখন তখন খেয়াল রাখবেন মূল শিকড় যেন নাড়া না খায়। তাহলে অল্পসময়ের ফুল পাবেন।
বড় সাইজের গাছ টবে না লাগিয়ে বাইরের মাটিতে লাগান।
আলো ঝলমলে বারান্দা থাকলে অনেক গাছেই সহজে ফুল আসবে।
বাড়িতে সবজির খোসা পঁচিয়ে কম্পোস্ট বানিয়ে নেবেন। তাহলে মাসে একবার সার দিয়ে খরচ কমাতে পারবেন।
গাছ লাগানোর সময় টবভর্তি মাটি দেওয়া যাবে না। পানি ও সার দেওয়ার জন্য ভেতরে এক ইঞ্চির মত জায়গা রাখুন।
টবে মাটি ভিজে থাকলে পানি দেবেন না। অতিরিক্ত পানি দেওয়া গাছের জন্য ক্ষতিকর।
গাছের মৃত পাতা নিয়মিত ছেঁটে দিন।
পাতা কুঁকড়ে আসতে শুরু করলে পোকামাকড় দমনের স্প্রে করুন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ ফেব্রুয়ারি ২০২৩ /এমএম