Menu

লাখনাও ফাশন উইকে ৎওয়ারেছ আব্দুল সঙ্গে আঁখি ও নিহাফ

বাংলানিউজসিএ ডেস্ক :: বাংলাদেশের একজন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ওয়ারেছ আব্দুল। শোবিজ অঙ্গনের এক অনন্য নাম। দেশীয় গন্ডি পেরিয়ে বিদেশেও রয়েছে তার ব্যাপক পদচার। আগামী ১৪ ও ১৫ তারিখে তিনি বাংলাদেশ থেকে ডিজাইনার হিসেবে অংশ নিবেন লাখনাও ফ্যাশন উইক ২০১৯ এ।

এ প্রসঙ্গে ফ্যাশন ডিজাইনার ওয়ারেছ আব্দুল বলেন, লাখনাও ফ্যাশন উইক এক বিশাল আয়োজনের নাম। এ ফ্যাশন উইকে বাংলাদেশে থেকে আরো অংশ নিবেন শো-স্টপার হিসেবে ফ্যাশন জগতের অনবদ্য মডেল আঁখি আফরোজ।

লাখনাও ফাশন উইকে ৎওয়ারেছ আব্দুল সঙ্গে আঁখি ও নিহাফ

যিনি আন্তর্জাতিকভাবে ফ্যাশন জগতে ব্যাপক সুখ্যাতি অর্জন করেছেন। এ ছাড়াও থাকবেন নিহাফ খাঁন যিনি মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ ১ম রানার্স আপ। তিনজনেরই রয়েছে ফ্যাশন জগতে অবর্ণনীয় অবদান।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১২ সেপ্টেম্বর ২০১৯/ এমএম