Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  চুলে বেসন ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। কি? বিশ্বাস হচ্ছেনা? হওয়ার কথাও না। তবে বেসনে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট ফ্রি র‍্যাডিকেল থাকে। যা চুলকে রক্ষা করতে সাহায্য করে। বেসন ব্যবহারে মাথার তালুতে তেলের ভারসাম্য যেমন বজায় থাকে চুলও মজবুত হয়। তবে কিভাবে ব্যবহার করবেন প্যাক? তা জেনে নেওয়া যাক।

চুল লম্বা করায়

এক কাপ বেসনে এক চা চামচ আমন্ড পাউডার মেশান। তারপর ২টা ভিটামিন ই ক্যাপসুল ও এক চা চামচ অলিভ অয়েল ভালোমতো মিশিয়ে নিন। পুরো চুলে প্যাক লাগিয়ে শুকোতে দিন। ঠাণ্ডা পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহারে উপকার মিলবে।

খুশকি দূর করতে

৫ টেবিল চামচ বেসনে পানি মিশিয়ে ঘন পেস্ট বানাতে হবে। এই পেস্ট মাথায় লাগিয়ে শুকোবার আগ পর্যন্ত অপেক্ষা। শুকিয়ে গেলে চুল ধুয়ে ফেলুন।

চুল বেশি শুষ্ক হলে

এক বাটিতে ২ টেবিল চামচ বেসন, ২ চা চামচ মধু, ১ চা চামচ নারকেল তেল ভালোমতো মিশিয়ে নিন। তারপর মাথার ত্বক ও চুলে মিশ্রণটি ম্যাসাজ করে লাগান। কয়েক মিনিট পর মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার করলে উপকার পাবেন।

স্ক্যাল্প পরিষ্কারে

একটি পাত্রে বেসন ও পানি ভালো করে মেশান। ১০ মিনিট স্ক্যাল্পে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০ জানুয়ারি ২০২৩ /এমএম