Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  পোষা প্রাণী হিসেবে জনপ্রিয় বিড়াল। আকারে ছোট এই প্রাণীটি সঙ্গ দেয় দারুণ। তাই অনেকেই হুট করে একটা বিড়াল এনে ফেলেন। তবে অনেকেই বিড়াল পালার সঠিক নিয়মের সঙ্গে পরিচিত নন। এক্ষেত্রে বিড়াল বাড়িতে আনার আগে ও পরের কিছু বিষয় মাথায় রাখতে হবে:

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন

বিড়াল কিন্তু অসুখ ছড়ায় না। কিন্তু তবুও জেনে নিন বাড়ির সবাই বিড়ালের সঙ্গ পছন্দ করবে কি-না। অনেকেই বিড়ালের নাম শুনলে নাক সিটকান। তাই আগে থেকেই সবার সঙ্গে আলাপ করে নিন। অনেকের এমন ধারণাও আছে যে বিড়াল বাড়িতে পাললে ছোটদের অসুখ হবে। এটি ভুল ধারণা।

পোষ্যর দায়িত্ব যেভাবে নেবেন

বিড়াল পালার জন্য মানসিকভাবে প্রস্তুতি রাখাও দরকার। কারণ বিড়াল শুধু সঙ্গ দিলেই রাখতে হবে এমন নয়। এজন্য প্রয়োজন ভাবনাচিন্তা।

বিড়ালের উপযোগী বাসা

বিড়াল বাড়িতে আনতে তার উপযোগী বাসাও তো গড়তে হবে। নতুন পরিবেশে বিড়ালের মানিয়ে নিতে কষ্ট হবে। তাই তার উপযুক্ত বাসা বানানোর দিকেও মনোযোগ দেওয়া জরুরি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২১ জানুয়ারি ২০২৩ /এমএম