Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ সম্প্রতি দেশে নকল প্রসাধনী তৈরি করার অসাধু চক্রকে আটক করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কম দামে নকল পণ্য কিনে ঠকছেন অনেকে। একই সঙ্গে দেখা দিচ্ছে নানা সমস্যা। অনলাইন কিংবা শপিংমল-সব জায়গায়ই বিউটি প্রোডাক্টের কদর। কিন্তু কিভাবে বুঝবেন আসল নাকি নকল? কেনার সময় শুধু এসব বিষয় খেয়াল করুন:

প্যাকেজিং দেখুন মনোযোগ দিয়ে

আসল-নকল পণ্য শনাক্ত করতে হলে পণ্যের মোড়কের দিকে খেয়াল করতে হবে। যদিও আজকাল মোড়ক দেখে আসল-নকল বোঝা কঠিন। তবে নকল পণ্য যতই চেষ্টা করুক আসলের মতো মোড়ক বানাতে পারবে না। প্রয়োজনে পণ্য উৎপাদনকারীর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে পণ্য সম্পর্কে ধারণা নিন।

অনুমোদিত বিক্রেতার কাছে যান

পণ্যের দাম কম বিবেচনা করে অনেকেই অন্য দোকানে পণ্য খরিদ করেন। এমন কিছু না করাই ভালো। অনুমোদিত বিক্রেতা থেকে কিনলে কিছুটা নিশ্চিন্তে পণ্য কিনে নিতে পারে।

পণ্যের রঙ বা স্যাম্পল দেখুন

দোকানির কাছে স্যাম্পল দেখে নিন। পণ্যের রঙ, ঘ্রাণ ও অন্যান্য বিষয় দেখে নিন। নকল পণ্যের কৌটা, প্যাকেট এবং ভেতরের প্রসাধনীর রঙ এক হয় না। তাই পণ্যের রঙ দেখে নিন।

দাম বিভ্রান্তি নেই

ভালো ব্রান্ডের পণ্যের দাম নির্ধারণ করা থাকে। দামের গড়মিল দেখে বুদ্ধি খাটাবেন। দাম কম দেখেই কিনে ফেলবেন না। সবকিছু যাচাই করে তারপর দামের বিষয়টি খেয়াল করবেন।

পণ্যের গন্ধ নিতে পারেন

প্রসাধনী কেনার আগে গন্ধ নিতে ভুলবেন না। ভাল ব্র্যান্ড তীব্র ও কটু গন্ধযুক্ত উপাদান ব্যবহার করে না। স্যাম্পল দেখে যাচাই করবেন।

তথ্য যাচাই

প্রোডাক্টের গায়ের সিরিয়াল নাম্বার ও উৎপাদনের তথ্য যাচাই করুন। প্রয়োজনে বারকোড স্ক্যান করুন এবং কিউ আর কোড থাকলে তা দিয়ে যাচাই করুন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ নভেম্বর ২০২২ /এমএম


Array