Menu

আহসান রাজীব বুলবুল, কানাডা :: অদম্য সাহস ইচ্ছা, কৌতুহল আর মানব সেবার প্রত্যয় থাকলে যে একজন মানুষ প্রকৃতি অথেই একজন মানুষ হতে পারে ডা. জগডিস আনন্দ তার একটি উৎকৃষ্ট উদাহরণ। মানব সেবার প্রত্যয় নিয়ে কানাডার ক্যালগেরির রকিভিউ হাসপাতালে ২০০৭ সাল থেকে তিনি রেটিনা অপথোমোলজিষ্ট সার্জেন্ট ডাক্তার হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনিই একমাত্র এফআরসিএস অষ্ট্রেলিয়া, কানাডা এবং ইউকে এর মধ্যে। ছাত্রজীবন শুরু হয় পাঞ্জাবে। সেখানকার গুরুনানক দেবী ইউনিভার্সিটি এবং পরবর্তীতে অমৃতসার মেডিকেল কলেজের ইউনিয়ন লিডার ছিলেন। এরপর ১৯৮৮ সালে কানাডা ডিগ্রি নিয়ে- যান অষ্টেলিয়ার মেলব্রোন এবং ইউকে থেকেও তিনি এফআরসিএস সম্পন্ন করেন। পাশাপাশি সৌদি সরকারের আমন্ত্রনে কিং খালেদ হাসপাতালেও তিনি রেটিনা সার্জেন্ট ডাক্তার হিসেবে কাজ করেছেন। বাংলানিউজসিএ এর প্রধান সম্পাদকের মুখোমুখি হন তিনি। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যাক্তিগত জীবন নিয়েও কথা বলেন তিনি।

সেবকের খাতায় নাম লিখিয়ে, রাজনীতিতে কেন?
–দেখুন ১২ বছর ধরে সাউথ কমিউনিটি লোকদের সেবা দিয়ে আসছি। এই সেবা থেকেই আমার মনে হয়েছে যদি রাজনীতিতে আসি তাহলে আরো বেশী সেবা দিতে পারব।

বর্তমানে তো আপনি স্বনামখ্যাত একজন ভাল ডাক্তার সীমাবদ্ধতা কোথায়, বর্তমান অবস্থা থেকে ?
–এমন অনেক কিছুই আছে যা আমি ইচ্ছা করলেই পারি না। বর্তমান অবস্থায় যা আমি সবাইকে নিয়ে করতে পারবোনা। রাজনীতিতে গেলে তা আমি পারব। অনেক বাধা রয়েছে এখন, রাজনীতিতে গেলে তা থাকবে না। তাছাড়া সেবা দেবার অনেক সময় থাকবে আমার হাতে।

কতটুকু কনফিডেন্স?
–দেখুন আমি প্রথমে ইন্ডিয়া, এরপর কানাডা, অষ্ট্রেলিয়া, ইউকে এবং মিডিলিষ্ট ঘুরে আবার কানাডায়। তাছাড়া এই দেশগুলো থেকে অভিজ্ঞতা নিয়ে কানাডায় ১২ বছরের অভিজ্ঞতা যোগ করলে সর্বোপরি আমি কনফিডেন্স-কমিউনিটিকে ভাল কিছু দিতে পারব। এ ছাড়াও, আমি সাউথ কমিউনিটির প্রায় ১২টি ভাষা জানি যা আমার জন্য সহায়ক অন্য কমিউনিটির সাথে কমিউনিকেশনে।

নমিনেশন এবং নির্বাচনে জয়ী হলে কোন কাজটা আগে করবেন?
–দেখুন আমাদের সমাজে সমস্যার কোন শেষ নেই। তবে ডাক্তার হিসেবে প্রথমেই দেখব স্বাস্থ্য। পাশাপাশি সমাজের ক্রাইম, ড্রাগ এডিক্টেড, লোকাল ইসু অটজিম ইসু সবগুলোকেই গুরুত্ব দেব। শুধু একটা কমিউনিটি নয়, সব কমিউনিটির জন্য একাত্ম হয়ে কাজ করব। আর এজন্য আমি অঙ্গীকারবদ্ধ।

‘I am totally accountable and responsible for all of the Communities, I have proven my commitment’
কমিউনিটির সবার সমস্যার এবং মনের কথাগুলো অফিসিয়ালি ফেডারেল পার্লামেন্ট এ তুলে ধরব। আপনাদের সবাইকে নিয়ে একনিষ্ঠভাবে সমাজের ন্যায় বিচার এবং ভাল সেবা দিতে চেষ্টা করব। এজন্য আপনাদের সবার সহযোগীতা চাই, দোয়া করবেন।

আপনার জন্য দোয়া রইল।
অসংখ্য ধন্যবাদ বাংলানিউজসিএকে সময়দেবার জন্য।
আপনাকেও ধন্যবাদ।

বাংলানিউজসিএ/ঢাকা/২৭ জুলাই ২০১৯/ইএন


এই বিভাগের আরও সংবাদ